উত্তরপ্রদেশ ঘিরে আতঙ্ক
প্রসঙ্গত, বিহারের বক্সারে যে দৃশ্য দেখা গিয়েছে, সেরকমই দৃশ্য রাত পোহাতেই দেখা গেল উত্তরপ্রদেশের বুকে গাজিপুরে। সেখানে গঙ্গায় একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এই দেহ কাদের , তার পরিচিতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
তদন্ত শুরু
বিহারের বক্সারের প্রশাসনের মতোই গাজিপুরের প্রশাসনও কার্যত এই মৃতদেহ ঘিরে অন্ধকারে। কোথা থেকে এই মৃতদেহ ভেসে আসছে তার খোঁজ নিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে যোগী রাজ্যের প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এই মৃতদেহ ভেসে আসার উৎসস্থলের সন্ধান তারা করছেন।
পচাগলা দেহ ও নদী
প্রসঙ্গত, বিহারের বক্সারে যে দেহগুলি গঙ্গায় ভেসে আসতে দেখা যায়, তার সমস্তই পচাগলা। এর থেকে সন্দেহ জাগে যে এই দেহগুলি কোনও করোনা রোগীর নয়তো! এই ফ্যাক্টরকে সামনে রেখেও চলছে তদন্ত। এদিকে এই ঘটনার আগে উত্তরপ্রদেশের যমুনার বুকেও একই নারকীয় ছবি দেখা গিয়েছে।
যমুনাতে কী ঘটেছে?
একটি মিডিয়া রিপোর্ট বলছে, হামীরপুর জেলায় যমুনা নদীর উপর কানপুর-সাগর মার্গ সংযোগকারী একটি সেতুর উপর থেকে ভয়ঙ্কর এই ছবি দেখা যায়। দেখা যায় উত্তরপ্রদেশের অন্যতম প্রধান নদী যমুনায় বেশ কিছু শব ভেসে যাচ্ছে। এমনকি দু'-একটি মৃতদেহ নদীর ধারেও ভেসে আসতে দেখা যায়। পুলিশকে খবর দিতেই দেহ তুলে নিয়ে গিয়ে তার সৎকার করে পুলিশ। তবে সন্দেহ থেকেই যাচ্ছে।