ফের ‌মমতা সরকারের কাজে হস্তক্ষেপ, রাজ্যপাল ধনখড়কে নিশানা তৃণমূল সাংসদের

প্রবল বিরোধের পরেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহন করাতে হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। তারপরেই রাজ্যের হিংসা নিয়ে মমতা সরকারকে নিশানা করেছেন জগদীপ ধনখড়। এই নিয়ে পাল্টা রাজ্যপালকে নিশানা করে একের পর এক টুইট করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহনের দিন থেকেই রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করতে শুরু করেছেন রাজ্যপাল।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা

বিজেপির সব হিসেব নিকেশ ওলট-পালট করে দিয়ে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ করেছেন সেই তাঁকেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করাতে হয়েছে জগদীপ ধনখড়কে। এমনকী তাঁর মন্ত্রিসভার সদস্যদেরও শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল। তবে মমতার শপথ গ্রহনের দিনই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল।

ধনখড়কে নিশানা কল্যাণের

তৃতীয়বার বিপুল ভোটে জয় লাভ করে ফের মুখ্যমন্ত্রী মমতা। তারপরেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার অভিযোগ রাজ্যপালের। এবার পাল্টা টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে রাজ্যে সরকারের কাজে হস্তক্ষেপ করতে শুরু করেছেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অকারণে প্রশ্ন তুলতে শুরু করেছেন তিনি। কল্যাণ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের আর কোথাও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি এমনকী মৃত্যুও হয়নি।

রাজ্য সরকারকে নিশানা রাজ্যপালের

গতকাল মমতার মন্ত্রিসভার শপথের পরে রাজ্যপাল জগদীপ ধনখড় সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেছেন। রাজভবনে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন রাজ্যে হিংসা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। রাজ্যপালকে কোনও সিদ্ধান্তের বিষয়েজানানো হয় না। রাজ্যে ভোট পরবর্তী হিংসা ভয়ঙ্কর আকার নিয়েছে। সেটা আয়ত্ত্বে আনতে পারছে না রাজ্য সরকার। একাধিক গুরুতর অভিযোগ করা হয়েছে।

মমতার পদক্ষেপ

ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি। প্রতিবাদে মমতার শপথে যোগ দেননি দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসা না থামা পর্যন্ত বিধানসভা বয়কটের ডাক দিয়েছিলেন বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তৎপর হয়ে আগে থেকেই দলীয় কর্মীদের শান্তি থাকার বার্তা দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন বিজেপির নেতা মন্ত্রীরা একাধিক জায়গায় গিয়ে উস্কানি দিচ্ছে। যাঁরা ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল করবেন না, 'ছদ্মবেশী' রাহুলের নাম উল্লেখ করে সোনিয়াকে চিঠি নাড্ডারকরোনার বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল করবেন না, 'ছদ্মবেশী' রাহুলের নাম উল্লেখ করে সোনিয়াকে চিঠি নাড্ডার