আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ২ জুন ভারতীয় দল ইংল্যান্ড রওনা হবে। তার আগে কয়েকদিন দেশেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে বিরাট কোহলির দলের ক্রিকেটারদের। শোনা যাচ্ছে, ১৯ মে থেকেই টেস্ট দলের সকলকে বায়ো বাবলে ঢুকে পড়তে হবে। তার আগে ভারতীয় ক্রিকেটাররা করোনা ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন।
আজ ভ্যাকসিন নিলেন ভারতীয় পেস ব্যাটারিকে যিনি নেতৃত্ব দেবেন সেই জশপ্রীত বুমরাহ। মুম্বইয়ে ভ্যাকসিন নিয়ে তিনি টুইটারে লেখেন, ভ্যাকসিন নিলাম। সকলে সুরক্ষিত থাকুন।
ইংল্যান্ডগামী ভারতীয় দলের পেসারদের মধ্যে বুমরাহ-র আগে প্রথম করোনা ভ্যাকসিন নেন উমেশ যাদব।ভারতীয় ক্রিকেটারদের কোভিশিল্ড ভ্যাকসিন নিতে হচ্ছে। কারণ, এই ভ্যাকসিন ব্রিটেনের অ্যাস্ট্রেজেনেকার ভিত্তিতে তৈরি। ভারতীয় দলের সকলেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন ইংল্যান্ডে। দুইরকম ভ্যাকসিন নিলে কোনও কাজের কাজ হবে না বলেই ভারতীয় দলের প্রত্যেককে কোভিশিল্ড-ই নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল সস্ত্রীক করোনা ভ্যাকসিন নেন ইশান্ত শর্মাও। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও গতকালই করোনা ভ্যাকসিন নিয়েছেন। সস্ত্রীক ভ্যাকসিন নিয়েছেন চেতেশ্বর পূজারাও।
Puja and I got our first dose of the vaccine today. Urge each one of you to try and get yours too if eligible 🙏#staysafe #GetVaccinated pic.twitter.com/IjGOV2iEUq
— cheteshwar pujara (@cheteshwar1) May 10, 2021
অজিঙ্ক রাহানেও ইতিমধ্যেই সস্ত্রীক করোনা ভ্যাকসিন নিয়েছেন। ইংল্যান্ডগামী দলে না থাকলেও জুলাইয়ে ভারত যে শ্রীলঙ্কা সফরে যাবে সেই দলে সম্ভবত নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। ৬ মে তিনি করোনা ভ্যাকসিন নিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ভারত যে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ খেলবে শ্রীলঙ্কায় সেই ম্যাচগুলি হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই করোনা ভ্যাকসিন নেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। দেশে সিনিয়র সিটিজেনদের জন্য যখন করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয় সেই মার্চ মাসেই ভ্যাকসিন নেন তিনি।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব। লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
স্ট্যান্ড বাই ক্রিকেটার- অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, অর্জন
ছবি- টুইটার