শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে তিন ক্রিকেটার

বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইংল্যান্ড সফরের টেস্ট দলে যাঁরা রয়েছেন তাঁদের কাউকে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে পাঠানো হবে না। বেশিরভাগ তারকা টেস্ট দলে থাকায় জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দলই। সেই দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে জল্পনা।

নজরে শ্রেয়স

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কাঁধে চোট পাওয়ার পর অপারেশন হওয়ায় আইপিএলে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে তিনি যদি ফিট থাকেন তবে অধিনায়ক হিসেবে তিনিই অটোমেটিক চয়েস বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে গত বছরের আইপিএলে শ্রেয়সের নেতৃত্বে ফাইনাল খেলেছিল দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক হিসেবে তাঁর দক্ষতা নির্বাচকদের নজরে রয়েছে ভালোরকমভাবেই। তবে শ্রেয়স ফিট না হলে অধিনায়ক হওয়ার জোর লড়াই থাকবে দুই ক্রিকেটারের মধ্যে।

এগিয়ে ধাওয়ান

শ্রেয়সের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান অথবা হার্দিক পাণ্ডিয়া। তবে এই লড়াইয়ে কিছুটা এগিয়ে শিখর ধাওয়ান। এর কারণ তাঁর অভিজ্ঞতা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে। বিগত আট বছরে ভারতীয় দলের হয়ে যেভাবে শিখর নিজেকে মেলে ধরেছেন তা উল্লেখযোগ্য। ২০২০-র আইপিএলের পর এবারের আইপিএলেও তিনি দুরন্ত ছন্দে ছিলেন। সবমিলিয়ে অভিজ্ঞ শিখর অধিনায়ক হওয়ার দৌড়ে নিশ্চিতভাবেই এগিয়ে।

দৌড়ে হার্দিক

পুরোদমে বোলিং শুরু করতে পারেননি বলে ইংল্যান্ড সফরের দলে ঠাঁই হয়নি হার্দিক পাণ্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, ভারতীয় দলের সাফল্যের অন্যতম কারিগর হার্দিক। তিনি যে একজন ম্যাচ উইনার তা বলার অপেক্ষা রাখে না। মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, ভারতীয় দলের হয়েও কখনও ব্যাট হাতে, কখনও বা বোলিং ও ফিল্ডিংয়ের মাধ্যমে কমপ্লিট অলরাউন্ডার হিসেবেও অনেক ম্যাচ জিতিয়েছেন হার্দিক। নির্বাচকদের ধারণা, অধিনায়কের দায়িত্ব পেলে আরও সেরাটাই বেরিয়ে আসতে পারে হার্দিকের কাছ থেকে। পিঠের চোটের কারণে অস্ত্রোপচারের পর বোলার হার্দিককে আগের ছন্দে পাওয়া যাচ্ছে না ঠিক, বলের গতিও কমেছে। কিন্তু তাতেও প্রতিটি খেলায় আলাদা ছাপ রাখার প্রয়াস দেখা যাচ্ছে হার্দিকের খেলায়। তাই অধিনায়ক হিসেবেও তাঁর কথা ভাবা হচ্ছে।

দর্শকশূন্য স্টেডিয়ামে

শ্রীলঙ্কা সফরে একদিনের ম্যাচগুলি হবে জুলাইয়ের ১৩, ১৬ ও ১৯ তারিখ। টি ২০ আন্তর্জাতিক ম্যাচগুলি খেলা হবে ২২, ২৪ ও ২৭ জুলাই। ৫ জুলাই ভারতীয় দল রওনা দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। দেশে ফিরবে ২৮ জুলাই। খেলাগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে।