লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেট থাকলে বাকি আইপিএলের ম্যাচগুলি খেলবেন ইংল্যান্ড ক্রিকেটাররা৷ এমনটাই জানিয়ে দিলেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board)৷ কয়েকদিন আগেই বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ওপেন উইন্ডো (Open Window) থাকলে আইপিএলের বাকি ম্যাচগুলি করা সম্ভব৷
দেশের ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি ও বিভিন্ন দলের শিবিরে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএলের চতুর্দশ সংস্করণ(IPL 2021) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিসিসিআই (BCCI)৷ করোনা সংক্রমণের কথা মাথায় থেকে এবার দেশের ছ’টি শহরে আইপিএলের ম্যাচগুলি অনু্ষ্ঠিত হচ্ছিল৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি৷ ৫২ দিনের টুর্নামেন্টে মাত্র ২৪ দিন খেলা সম্ভব হয়েছে৷ ৬০টি ম্যাচের মধ্যে হয়েছে মাত্র ২৯টি ম্যাচ৷ আইপিএল ফাইনাল(IPL Final) হওয়ার কথা ছিল ৩০ মে৷ কিন্তু ৩ মে-র পর আর টুর্নামেন্ট চালিয়ে যাওয়া সম্ভব হয়নি৷
তবে দিন পাঁচেক আগে আইপিএল ফের শুরু করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট৷ সৌরভ জানিয়েছিলেন, ‘আমাদের অনেকগুলি বিষয় দেখতে হবে৷ সবে মাত্র কয়েকদিন হয়েছে আইপিএল স্থগিত (IPL Suspended) হয়েছে৷ আমরা অনান্য বোর্ডের সঙ্গে আলোচনা করব৷ দেখা যাক, টি-২০ বিশ্বকাপের আগে কোনও উইন্ডো ফাঁকা পাওয়া যায় কি না৷ তবে আমাদের এই বিষয়ে ধীরে ধীরে পা-ফেলতে হবে৷ তবে আইপিএল শেষ করা না-গেলে প্রায় বোর্ডের ২৫০০ কোটি টাকা ক্ষতি হবে৷’ স্থগিত হয়ে যাওয়া আইপিএল বিদেশের মাটিতে করার কথা ভাবচ্ছে বিসিসিআই৷
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অ্যাশলে জাইলস (Ashley Giles) জানান, ‘ইংল্যান্ড যদি তখন সফর করে, তাহলে ক্রিকেটাররা তাতে খেলবে৷ কারণ আমরা চাই দেশের হয়ে হয়ে ইংল্যান্ড ক্রিকেটাররা খেলুক৷’
ভারতের ইংল্যান্ড সফরের পর এবং টি-২০ বিশ্বকাপের ঠিক আগেই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি করার ভাবনা রয়েছে বোর্ডের৷ কিন্তু এ সময় আইপিএল হলে ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকস (Ben Stokes), ইয়ন মর্গ্যান(Eoin Morgan) এবং জোস বাটলারকে (Jos Buttler) পাওয়ার সম্ভাবনা কম৷ কারণ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সে সময় বাংলাদেশ এবং পাকিস্তান সফর করার কথা ইংল্যান্ডের৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.