শুধু আলিগড় বিশ্ববিদ্যালয়েই সংক্রমণে মৃত ৪৪ জন, করোনার নয়া স্ট্রেন নিয়ে সন্দেহ চিকিৎসকদের

আলিগড় বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের করোনা সংক্রমণে মৃত্যু ভাবিয়ে তুলেছে কেজরিওয়াল সরকারকে। মনে করা হচ্ছে করোনা ভাইরাসের একটি মিউটেশন ঘাতক আকার নিয়েছে এখানে। কোন মিউটেশনে এখানে পর পর ৪৪ জন রোগী মারা গিয়েছেন তা জানতে জেরম সিকোয়েন্স করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯ জন অধ্যাপক এবং ২৫ জন অশিক্ষক কর্মী করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে। একসঙ্গে এতোজনের মৃত্যু ঘুম উড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। করোনার কোন মিউটেশনে পর পর এই মৃত্যু এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার উৎস সন্ধানে জেরম সিকোয়েন্সে করার অনুরোধ জানানো হয়েছে আইসিএমআরকে। বিশ্ববিদ্যালের উপাচার্য তারিখ মনসুর এই নিয়ে আইসিএমআরকে চিঠি দিয়েছেন।

Positive Story : বসিরহাটে শুভ্রা,বিপ্লব,নিরুপম, সুপ্রিয়রা, তৈরি করল করোনা সাহায্য কন্ট্রোলরুম

ইতিমধ্যেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে করোনা আক্রান্ত রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে দিল্লির সিএসআইআর বা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে পাঠানো হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আলিগড় ূবিশ্ববিদ্যালয়ে। সেখানকার কবর খানায় জায়গা পাওয়া যাচ্ছে না। করোনা সংক্রমণে বিশ্ববিদ্যালয়ের ডিন, এক চেয়ারম্যান, সিনিয়র অধ্যাপক, একাধিক বড় চিকিৎসক মারা গিয়েছেন। শুধু প্রবীণরাই নন সুস্থ, সবল এবং অল্পবয়সীদেরও মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে।