করোনা পরিস্থিতিতে টোকিও অলিম্পিক্স আয়োজন সঠিক পদক্ষেপ কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত। এরই মধ্যে টোকিও অলিম্পিক্স থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন রাফায়েল নাদাল। ২০টি গ্র্যান্ড স্ল্যাম ওপেন চ্যাম্পিয়ন নাদাল ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সিঙ্গলসে সোনা জিতেছিলেন। এর আট বছর পর রিও অলিম্পিক্সে ডাবলসে মার্ক লোপেজের সঙ্গে জুটি বেঁধেও সোনা জেতেন। সেই নাদালই বুঝে উঠতে পারছেন না করোনা পরিস্থিতিতে কী করবেন।
টোকিও, ওসাকা-সহ কয়েকটি শহরে করোনা সংক্রমণ বেড়ে চলায় সংক্রমণে রাশ টানতে জরুরি অবস্থার মেয়াদ ৩১ মে অবধি বাড়িয়েছে জাপান সরকার। সরকার ও অলিম্পিক্স আয়োজকদের দাবি, সফলভাবেই টোকিও অলিম্পিক্স আয়োজন সম্ভব। প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্টগুলি হবে।
জাপানে করোনা আবহে টোকিও অলিম্পিক্স আয়োজনের সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছেন দেশের দুই টেনিস তারকা কেই নিশিকোরি ও নাওমি ওসাকা। রোম মাস্টার্সে আগামীকাল অভিযান শুরুর আগে রাফায়েল নাদাল বলেছেন, আমি আমার ক্রীড়াসূচি সম্পর্কে এখনও অবগত নই। তাই অলিম্পিক্সে নামব কিনা সেটা বলার জায়গায় নেই। অন্য সময় হলে অলিম্পিক্সে নামার ব্যাপারে দুবার চিন্তা করতাম না। অলিম্পিক্সকে আমি কতটা গুরুত্ব দিই তা সকলেরই জানা। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। প্রতি বছর জানুয়ারির শেষ থেকে শুরু করে মরশুম শেষ অবধি কোথায় আমার খেলা থাকবে সেটা আমি জানি। কিন্তু এবার একেবারেই সে সম্পর্কে অবগত নই। দেখতে হবে সামনের কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যায়।
আলেকজান্ডার জেরেভের কাছে স্ট্রেট সেটে হেরে মাদ্রিদ ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন ক্লে কোর্টের রাজা। ফরাসি ওপেনের আগে তাই রোমে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান। জানিক সিনারের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জই কাল অপেক্ষা করে রয়েছে বলে মত নাদালের। তবে তিনি যদি অলিম্পিক্সে না নামেন সেরেনা উইলিয়ামসের মতো তাহলে নিশ্চিতভাবেই জৌলুস কমবে টোকিও অলিম্পিক্সের।