খোদ বিজেপি বিধায়কের স্ত্রী পড়েছিলেন করুণ অবস্থায়!
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রাম গোপাল লোধির করোনা আক্রান্ত স্ত্রীকে ভর্তি নিতে ৩ ঘণ্টা দেরি করেছে আগ্রার এক হাসপাতাল। এমনই অভিযোগ যোগীরাজ্যের বিধায়ক রামগোপাল লোধির। ফিরোজাবাদের এই বিধায়ক হাসপাতালের পরিস্থিতি দেখে ক্ষোভ উগড়ে দিয়ে গোটা ঘটনার দৃশ্য় ভিডিওবন্দি করেন।
অভিযোগ আরও গুরুতর!
খোদ যোগীরাজ্যের বিজেপি বিধায়কের দাবি, তাঁর স্ত্রীকে ভর্তির আগে পর্যন্ত ৩ ঘণ্টা সময় ধরে কোনও জল বা মেডিসিনের ব্যবস্থা করে দেয়নি হাসপাতাল। বিধায়ক সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, 'যখন একজন বিধায়কের সঙ্গেই এমন ঘটনা ঘটছে তখন সাধারণ মানুষের কী হবে?'
একাধিক বিজেপি বিধায়কের মৃত্যু!
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বুকে করোনার দ্বিতীয় স্রোতের শুরুতেই অক্সিজেনের চাহিদা ঘিরে হাহাকার দেখা যায়। এরপর পর পর ৪ জন বিজেপি বিধায়কের মৃত্যু সংবাদ আসে। বিজেপির ঘরে করোনার জেরে এমন মৃত্যু সংবাদ রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছে যোগী আদিত্যনাথের প্রশাসনের কাজ নিয়ে। ইতিমধ্যেই একাধিক বিজেপি বিধায়ক, নেতা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আদিত্যনাথকে চিঠি পাঠিয়েছেন।
উদ্বেগ বাড়ছে নির্বাচন নিয়ে
করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে কার্যত বেহাল অবস্থা যোগীরাজ্যের স্বাস্থ্য ব্য়বস্থার। এরই মাধে ২০২২ সালে সেখানে বিধানসভা নির্বাচন। সেখানে যোগী সরকারের করোনা রিপোর্টকার্ড কতটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে তা নিয়ে উদ্বেগ রয়েছে বিজেপির অন্দরে। এমন পরিস্থিতিতে খোদ বিজেপি নেতাদের ঘরে করোনার করুণ দংশন যোগী সরকারকে নানান প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।