স্বাস্থ্য মমতার হাতে
গতকালই মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহন করেছেন। তাতে শপথ নিয়েছেন ৪৩ জন সদস্য। রাজভবনে শপথ গ্রহন অনুষ্ঠানের পরেই নবান্নে এসে মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি। একই সঙ্গে মন্ত্রীদের দফতর বণ্টনও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক দফতর তিনি নিজের হাতে রেখেছেন। তার মধ্যে রয়েছে স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ দফতরও। স্বাস্থ্য দফতরের দায়িত্বে তিনি আগেও ছিলেন।
কোভিড অ্যাপ
কেন্দ্র কো-উইন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করেছে। এবার রাজ্য সরকার কোভিড অ্যাপ চালু করল। আজ থেকেই বাংলায় চালু হয়েছে কোভিড অ্যাপ। এইঅ্যাপের মাধ্যমে রাজ্যের করোনা সংক্রান্ত সব তথ্য হাতে পেয়ে যাবেন। কোন হাসপাতালে কত বেড রয়েছে। কোথায় অক্সিজেন পাওয়া যাবে। কোন হাসপাতালে টিকা মিলবে যাবতীয় তথ্য এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন রাজ্যবাসী। এমনকী এই অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন্র সুবিধাও পাবেন রোগীরা।
করোনা মোকাবিলায় পদক্ষেপ
রাজ্যের দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই করোনা মোকাবিলায় একের রক এক পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ থেকে রাজ্যে পরিবহণকর্মীদের বিনামূল্যে করোনা টিকাকরণ শুরু হয়েছে রাজ্যে। আগে সেকেন্ড ডোজের করোনা টিকাকরণ হবে বলে জানিয়েছেন মমতা। তারপরে রাজ্যে অন্যান্য ডোজের করোনা টিকাকরণ হবে।
হাসপাতালে বেড বৃদ্ধি
করোনা মোকাবিলায় হাসপাতালে বেড বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের একাধিক হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও বেড দিয়ে করোনা রোগীদের চিকিৎসার চেষ্টা করা হচ্ছে। করোনা মোকাবিলায় রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দোকান-বাজারেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।