ভোপালঃ চাকরির আকালের এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের ব্যাঙ্ক নোট প্রেসে জুনিয়র টেকনিশিয়ান ও জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ১০৯ জন লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং: এই পদের জন্য আইটিআই থেকে লিথো অফসেট, মেশিন মিন্ডার, লেটার প্রেস
মেশিন মিন্ডার, অফসেট প্রিন্টিং, হ্যান্ড কম্পজিং, প্লেট মেকার কাম ইম্পজিটর ট্রেডার সার্টিফিকেট
কোর্স যাঁরা পাশ করেছেন তারা ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন
করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে: ১৮,৭৮০ থেকে ৬৭৩৯০ টাকা। শূন্য পদ ২৩ টি।
জুনিয়র টেকনিশিয়ান ইনক ফ্যাক্টরি: আইটিআই থেকে পেন্ট টেকনোলজি, সারফেস কোটিং, প্রিন্টিং ইনক
টেকনোলজি ট্রেডে সার্টিফিকেট কোর্স যাঁরা পাশ করেছেন তারা ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ
সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে: ১৮,৭৮০
থেকে ৬৭৩৯০ টাকা। শূন্য পদ ২৬ টি
জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিকাল আইটি: আইটিআই থেকে ইলেকট্রিকাল বা ইলেকট্রনিক্স ট্রেডে
সার্টিফিকেট কোর্স যাঁরা পাশ করেছেন তারা ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট কোর্স পাশ
হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে: ১৮,৭৮০ থেকে ৬৭৩৯০ টাকা। শূন্যপদ ১৫ টি।
জুনিয়র টেকনিশিয়ান মেকানিকাল: আইটিআই থেকে ফিটার, মেসিনিস্ট, টার্নার, ইনস্ট্রুমেন্ট মেকানিক,
মেকানিক মোটর ভেহিকেল ট্রেডের সার্টিফিকেট কোর্স যাঁরা পাশ করেছেন তারা ১ বছরের ন্যাশনাল
অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। মূল
মাইনে: ১৮,৭৮০ থেকে ৬৭৩৯০ টাকা। শূন্য পদ ১৫ টি
জুনিয়র অফিস অ্যাসিস্টেন্ট: মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশ যাঁরা করেছেন কম্পিউটারে
ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৪০ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন । বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মূল মাইনে ২১৫৪০ থেকে ৭৭,১৬০ টাকা। শূন্য পদ ১৫ টি।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যেমে জুলাই- আগস্ট মাসে।আবেদনের শেষ তারিখ ১১ জুন। আবেদন
করুন www.bnpdewas.spmcil.com
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.