জুভেন্টাসে ইতি
ইতালির বিশ্বকাপজয়ী গোলকিপার বুফনের বয়স এখন ৪৩। তিনি জানিয়ে দিলেন, চলতি মরশুমই জুভেন্টাসে তাঁর শেষ বছর। দীর্ঘ ও সুখের অনুভূতি নিয়েই তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করছেন, নিজের সেরাটা ইতিমধ্যেই ক্লাবকে দিয়েছেন। এবার সময় হয়েছে অন্যদের সুযোগ দেওয়ার।
অনবদ্য রেকর্ড
ইতালিয়ান সিরি এ বা সেরিয়ে আ-তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন বুফনের দখলে ৬৫৬টি ম্যাচ খেলেছেন। এই খেতাব জয়ের স্বাদ পেয়েছেন ১০ বার। যদিও এবার জুভেন্টাসকে পিছনে ফেলে সিরি এ খেতাব জিতেছে ইন্টার মিলান। পারমাতে কেরিয়ার শুরু। ১৯৯৫ থেকে ২০০১ অবধি এই ক্লাবের হয়েই খেলেন। পারমার হয়ে মোট ১৬৮টি ম্যাচ খেলেছেন বুফন। এরপর ২০০১ সালে যোগ দেন জুভেন্টাসে। ২০১৮ সাল অবধি টানা জুভেন্টাসে থেকে এক বছরের জন্য যান প্যারিস সাঁ জাঁ বা প্যারিস সাঁ জারমাঁতে। পিএসজির হয়ে ১৭টি ম্যাচ খেলার পর ২০১৯ সালে তিনি ফের চলে আসেন জুভেন্টাসে। দুই বছর পর ফের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত। জুভেন্টাসের হয়ে তিনি এখনও অবধি মোট ৫২৫টি ম্যাচ খেলেছেন। কোপা ইতালিয়া থেকে দেশের হয়ে বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছেন। তবে ২০০৩, ২০১৫ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও এই ট্রফি অধরাই থেকেছে বুফনের কাছে।
অবসর নয়
জুভেন্টাস ছাড়লেও এখনই অবসর ঘোষণা করছেন না বুফন। অন্য ক্লাবের প্রস্তাব পেলে ফের তিন কাঠির নীচে দাঁড়াতেই পারেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা বলতে গিয়ে তিনি জানান, রোনাল্ডোর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। বরাবরের মতো রোনাল্ডো গোল করে চলেছেন। তবে দল সাফল্য পেলে ব্যক্তিগত সাফল্যগুলিও যেমন ঔজ্জ্বল্য পায়, তেমনই দলের খারাপ সময়ে সেই প্রভাব পড়ে ব্যক্তিগত পারফরম্যান্সের উপরও।
সিআর সেভেন থাকছেন
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট পাভেল নেদভেদ জল্পনা উড়িয়ে জানিয়েছেন, সিআর সেভেনের সঙ্গে কোচ আন্দ্রে পির্লোও জুভেন্টাসেই থাকবেন। যদিও ফুটবল মহলের ধারণা, এটা অনেকটাই নির্ভর করবে সুপার লিগ নিয়ে চাপের মুখে জুভেন্টাসের পদক্ষেপের উপরেই। যেভাবে গতকালই ইতালির ফুটবল সংস্থা জুভেন্টাসকে নির্বাসনের হুঙ্কার দিয়েছে।