নতুন কেসের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি
গত বছরের করোনা ওয়েভের চেয়ে এ বছরের দ্বিতীয় ওয়েভ সাংঘাতিকভাবে সংক্রমণ ছড়াচ্ছে। মঙ্গলবার ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,১৫,২২১। তবে দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৬,০৮২ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১,৯০,২৭,৩০৪। দু'মাসে এই প্রথম ভারতে নতুন কেসের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। অধিকাংশ করোনা কেস নিয়ে শীর্ষে থাকা পাঁচটি রাজ্য হল কর্নাটক (৩৯,৩০৫), মহারাষ্ট্র (৩৭,২৩৬), তামিলনাড়ু (২৮,৯৭৮), কেরল (২৭,৪৮৭) এবং উত্তরপ্রদেশ (২১,২৭৭)। এই পাঁচটি রাজ্য থেকে ৪৬.৭ শতাংশ নতুন কোভিড কেস রিপোর্ট হয় এবং একা কর্নাটকই ১১.৯১ শতাংশ কেসের দায়িত্ব নিয়েছে।
সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে
সোমবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে ৩,৬৬,১৬১ এবং মৃত্যু হয়েছে ৩,৭৫৪ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সোমবার মহারাষ্ট্র, কর্নাটক ও দিল্লি সহ ১০টি রাজ্যে দেশের নতুন করোনা কেসের ৭৩.৯১ শতাংশ বোঝা বহন করেছে। অন্যদিকে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এই দশটি রাজ্য দেশের মোট সক্রিয় কেসের মধ্যে ৮২.৮৯ শতাংশ বহন করছে। স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছে যে দশটি রাজ্য মিলে নতুন করে মৃত্যুর ৭২.৮ শতাংশ বহন করছে।
বিশ্ব থেকে আসা সাহায্য
বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে আসা ত্রাণ হিসাবে ৬,৭৩৮ অক্সিজেন কনসেনট্রেটর, ৩,৮৫৬টি অক্সিজেন সিলিন্ডার, ১৬ অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৪,৬৬৮টি ভেন্টিলেটর সহ ৩ লিটারের বেশি রেমডেসিভির বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরবরাহ করা হয়েছে।