বিজেপি বনাম আপের অভিযোগ-পাল্টা অভিযোগ, টুইটে বিদ্রুপ পি চিদম্বরমের

করোনার মহামারীতে ভারতের অবস্থা করুণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থাতেও দিল্লির দুই সরকার নেমেছে কোন্দলে। আর কেন্দ্রের বিজেপি বনাম দিল্লির আপ সরকারের এই লড়াইকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।

কংগ্রেস সাংসদ পি চিদম্বরমের টুইট করে তীব্র শ্লেষ দেগেছেন দুই সরকারকে। বিজেপি ও আপের অভিযোগ পৃথক পৃথক ভাবে তুলে ধরে তিনি যুক্তি আর অযুক্তি ব্যাখ্যা দিয়েছেন। করোনার ভয়বহতার মধ্যে বিজেপি ও আপের অভিযোগ-পাল্টা অভিযোগকে বিদ্রুপ করেছেন তিনি।

চিদম্বরম টুইট করেছেন, স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নতির জন্য অর্থ ব্যয় না করে বিজেপির মুখপাত্র অভিযোগ করেছেন, দিল্লি সরকারকে বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে। তারপর লিখেছেন, এই সমালোচনা ন্যায়সঙ্গত।

BJP spokesperson charges Delhi government with spending crores of rupees on advertisements without using the money for improving health infrastructure.
Criticism justified.

— P. Chidambaram (@PChidambaram_IN) May 10, 2021

চিদম্বরম দ্বিতীয় টুইট করেছেন, প্রধানমন্ত্রীর জন্য একটি ছোট্ট নতুন বাড়ি-সহ সেন্ট্রাল ভিস্তার জন্য অল্প পরিমাণ মাত্র ২০ হাজার কোটি টাকা ব্যয় করছে বিজেপি সরকার। তারপর লিখেছেন- এই

সমালোচনা অযৌক্তিক। দুটি টুইট করে তিনি বিজেপি ও আপের ভূমিকা তুলে ধরেছেন এই করোনাকালে।