রিয়ালকে আটকে লা লিগার খেতাব জয়ের লড়াই জমিয়ে দিল সেভিয়া

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যে খেতাব জয়ের লড়াই থেকে খানিকটা পিছিয়ে গেল, তা বলা চলে। সব মিলিয়ে লিগ টেবিলের লড়াইও যে জমে গিয়েছে, তা অনায়াসে বলা যায়। কার হাতে ওঠে কাপ, তা জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধের ২২ মিনিটে গোল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ধাক্কা দেয় সেভিয়া। এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সার্জিও রামোসের দল।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে একাধিপত্য কায়েম করার চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন করিম বেঞ্জিমারা। ফলস্বরূপ একাধিক ব্যর্থ প্রচেষ্টার পর গোল পায় রিয়াল। ৬৭ মিনিটে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোল করেন মার্কো আসেনসিও। তাতে না দমে গিয়ে উল্টে আক্রমণে চাপ বাড়ায় সেভিয়া। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় রিয়াল ডিফেন্ডাররা। সার্জিও রামোসদের ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি পায় সেভিয়া। ৭৮ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ইভান রাকেটিচ।

রেনেসের বিরুদ্ধে ড্র করে নেইমারদের লিগ জয়ের আশা কার্যত শেষ, পিএসজি-র থেকে এগিয়ে লিলে

আরও একবার পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে বিফল হতে হয় জিনেদিন জিদানের দলকে। ম্যাচের একদম শেষ মুহুর্তে ইডেন হাজার্ডের গোলে কোনও মতে মান বাঁচায় রিয়াল মাদ্রিদ। তবে লা লিগা খেতাব জয়ের থেকে খানিকটা পিছিয়ে গিয়েছেন সার্জিও রামোসরা।

৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সম পরিমাণ ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে টিকে রয়েছে আটলেটিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে রিয়ালের থেকে একধাপ পিছিয়ে রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। এই অবস্থায় লিগ খেতাব কার হাতে ওঠে, তা জানতে উদগ্রীব হয়ে রয়েছে ফুটবল বিশ্ব।