কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবারও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে প্রায় ২০ হাজার। বাংলায় ১৯৪৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৪৮। উত্তর ২৪ পরগনায় ৩৯৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৭১২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩০৮৫।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৩০৮৩১। শুধু এদিনই কলকাতায় ৩৯৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৭১২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২০০৮৬১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬২৫৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮৬১ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২১৭৩০৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৭১ জন। মৃত্যু হয়েছে মোট ৩০৮৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৮৯৯৪৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪২৭৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬২৩ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১০৭৩ জন বেড়ে মোট আক্রান্ত হয়েছে ৬২৩৪৫ জন। হাওড়ায় আক্রান্ত মোট ৬১৩৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৪৭ জন। হুগলিতে ৯৫১ জন বেড়ে আক্রান্তের সংখ্যা মোট ৫০৮৫৮ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪৫ জন, কোচবিহারে ২৫৩ জন, দার্জিলিংয়ে ৬৪৪ জন, কালিম্পংয়ে ১০ জন, জলপাইগুড়িতে ৩৫২ জন, উত্তর দিনাজপুরে ৩১১ জন, দক্ষিণ দিনাজপুরে ২৫৭ জন, মালদহে ৪৭৮ জন, মুর্শিদাবাদে ৪২৯ জন, নদিয়ায় ১০১৬ জন, বীরভূমে ৭৩২ জন, পুরুলিয়ায় ১৪৮ জন, বাঁকুড়ায় ৪১৮ জন, ঝাড়গ্রামে ১৪৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৬৫৩ জন, পূর্ব মেদিনীপুরে ৭২৮ জন, পূর্ব বর্ধমানে ৮৫০ জন, পশ্চিম বর্ধমানে ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।