ওয়াশিংটন : দেশজুড়ে অব্যাহত করোনার সেকেন্ড ওয়েভ ( Second Wave of Coronavirus) । প্রতিদিনই সেঞ্চুরি হাঁকাচ্ছে সংক্রমণের দাপট। মারণ ব্যাধির বাড়বাড়ন্ত ঠেকাতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে দফায় দফায় লকডাউন (Lockdown)। তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে মারণ করোনাকে (Coronavirus)।

আর দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে করোনা রুখতে ফের গণ টিকাকরণের সপক্ষেই সওয়াল করলেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ (US Health Expert) অ্যান্টনি ফৌসি (Anthony Fauci) ।

রবিবার আমেরিকার ‘এবিসি'( ABC News) নিউজের কাছে একান্ত সাক্ষাৎকারে বাইডেন(Joe Biden) প্রশাসনের মেডিকেল উপদেষ্টা ( Chief Medical Adviser) ডঃ ফৌসি জানিয়েছেন, ভারতের মতো জনবহুল দেশে গণটিকাকরণ-ই( Mass Vaccination) হল দীর্ঘ মেয়াদি করোনা সঙ্কটের(Pandemic) একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী দেশ(India is the largest vaccine-producing country)। তারা কেবল তাদের দেশের মধ্যেই নয়, সংক্রমণ রুখতে বাইরের বহু সংস্থার থেকেও টিকার(vaccines) যোগান পেয়েছে।”

শুধু তাই নয়, দেশের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করতে অন্যান্য দেশগুলিকেও ভারতকে ভ্যাকসিন দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও বিশ্বের যেসমস্ত বড় বড় ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি করোনার টিকা আবিস্কার করছেন তাদেরকেও ভারতে ভ্যাকসিনের ডোজ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এছাড়াও ভারতজুড়ে মারাত্মক এই রোগের বিস্তার বন্ধ করতে গণ ইনোসুলেশন(mass innoculation drive) ড্রাইভেরও পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অন্যদিকে, মাঝে কিছুদিন আশার আলো জাগিয়ে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। শনিবারের থেকে রবিবারের রিপোর্টে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। এদিনও আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লক্ষের উপরে। মৃত্যুর সংখ্যা এদিনও ৪ হাজারের উপর। তবে শনিবারের চেযে রবিবারের রিপোর্টে মৃতের সংখ্যা অল্প কম।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জনের। এই নিয়ে পরপর ২ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের উপরে রইল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.