দেশে করোনার দৈনিক সংক্রমণে সামান্য পতন, বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যা

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে সামান্য পতন দেশে। করেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৭৫৪ জন। কয়েকদিন আগে পর্যন্ত দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছিলেন ৪ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় যেখানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬৬,১৬১ জন। অন্যদিকে করোনা ভাইরাসে সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৩,৮১৮ জন।

দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৬,৬২,৫৭৫। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৪৬,১১৬ জন। করোনা সংক্রমণে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭,৪৫,২৩৭ জন হয়ে গিয়েছে। অক্সিজেন সংকট এখনও রয়ে গিয়েছে দেশে। দেশে করোনার টিকাকরণ চলছে। তবে সেভাবে এখনও টিকাকরণ শুরু করা যায়নি। ১৭,০১,৭৬,৬০৩ জনের করোনা টিকাকরণ হয়েছে।

ওড়িশায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০,০৩১ জন। আজ থেকে তামিলনাড়ুতে ২ সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। শ্রীনগরেও করোনা কার্ফু জারি হয়েছে। আগামি ১৭ মে পর্যন্ত শ্রীনগরে করোনা কার্ফুর সময়সীমা বাড়ানো হয়েছে। অক্সিজেন সংকট মোকাবিলায় দিল্লি সরকার কড়া পদক্ষেপ করেছে। অক্সিজেনের কালোবাজারি রুখতে ব্যবসায়ী নবনীত কারলার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। করোনায় রাশ টানতে আগামি ১৭ মে পর্যন্ত দিল্লির মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।