বিভিন্ন দলের তরফে আওয়াজ উঠছিল বিগত কয়েকদিন থেকেই। অবশেষে স্বয়ং রাষ্ট্রপতিকে চিঠি লিখে ফেললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। দাবি একটাই, যত দ্রুত সম্ভব দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশন ডাকতে হবে। সোমবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এই বর্ষীয়ান কংগ্রেসের নেতা তাঁর দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকতে তিনি আগ্রহী, চিঠিতে তার ব্যাখ্যাও দিয়েছেন হাত শিবিরের এই পোড় খাওয়া নেতা।
চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, “ দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির ব্যাপারে আপনি অবগত। এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সংসদে একটি বিশেষ আলোচনা সভা ডাকার প্রস্তাব জানাচ্ছি। দেশের প্রতিটা প্রান্ত থেকে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা জানা এই মূহূর্তে বিশেষ ভাবে প্রয়োজন। এমতাবস্থায় সাংসদেরা যাতে তাদের এলাকার কথা সরকারের কাছে তুলে ধরতে পারেন সেই সুযোগ করে দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে।” এদিকে অধীরের চিঠির কথা চাউর হতেই বিস্তর চাপানৌতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, কলকাতায় করোনা-মুক্ত ২ লাখ
যদিও এখনও অধীরের চিঠির কোনও উত্তর রাষ্ট্রপতির দফতর থেকে আসেনি বলেই জানা যাচ্ছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের করোনা পরিস্থিতিক বেশ খানিকটা উন্নতি হয়েছে। মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। যা গত চার দিনের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার পৌঁছেছে ২৪.৮৩ শতাংশে। এদিকে গত একদিনে মারা গিয়েছেন ৩ হাজার ৭৪৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৭ লক্ষের বেশি। মারা গিয়েছেন আড়াই লক্ষের কাছাকাছি মানুষ।