পিটিশনের বক্তব্য ও আদালত
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের প্রিন্সিপাল অ্যাডভাইসার হিসাবে প্রশান্ত কিশোরের নিযুক্তি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ২ ব্যক্তি। এর আগে , পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এই পিটিশন দাখিল হয়। তখন তা খারিজ করে আদালত জানায়, রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের উপদেষ্টা নির্বাচন করার । এটি সাংবিধানিক। এদিকে, এই ইস্যুতে পাঞ্জাব সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
পিটিশনরদের পক্ষের আইনজীবীদের কোন দাবি?
এদিকে, এই মামলায় পিটিশনারদের পক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন যে একজন ভোট স্ট্র্যাটেজিস্ট মন্ত্রী পর্যায়ের পদে উন্নিত হলে , তা কি অনুমোদন যোগ্য, যেখানে জনসাধারণের করের টাকা একটি প্রাসঙ্গিক দিক? প্রসঙ্গত, পাঞ্জাবের বুকে অমরিন্দর সিংয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার হিসাবে প্রশান্ত কিশোরকে একাধিক সুবিধা দেওয়ার কথা জানিয়েছে পাঞ্জাব সরকার।
প্রশান্ত পাবেন কোন কোন সুবিধা?
উল্লেখ্য, প্রশান্ত কিশোরকে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাডভাইসার হিসাবে নিযুক্ত করেই অমরিন্দর সিং জানান, পাঞ্জাবের মানুষের ভালোর জন্য কাজ করবেন পিকে। যতদিন অমরিন্দর সিং মসনদে , ততদিনই পিকের মেয়াদকাল পাঞ্জাবে। পারিশ্রমিক বাবদ পিকে পাচ্ছেন ১ টাকা। তবে আই প্যাকের প্রতিষ্ঠাতা, সম্পূর্ণ আসবাব সহ একটি বাসভবন, ক্যাম্প অফিস, একজন ক্লার্ক, দুজন পিওন, একজন ডেটা এন্ট্রি অপরেটর পাচ্ছেন। সঙ্গে থাকবেন একজন ব্যক্তিগত সচিব ও একজন সহায়ক।
পাঞ্জাবের ভোট ও পিকে
প্রসঙ্গত, পাঞ্জাবের ভোটে অমরিন্দর সিংয়ের ক্যাম্প সাফ জানিয়েছে যে , আহামী ২০২২ সালের ভোটে কংগ্রেসের কোনও নির্বাচনী স্ট্র্যাটেজিস্টের প্রয়োজন নেই। যদিও পাঞ্জাবের ৫৫ জন কংগ্রেস বিধায়ক কিশোরকে ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে চাইছেন বলেও জানিয়েছেন সেরাজ্যের কংগ্রেস প্রেসিডেন্ট সুনীল ঝাকর।