বেরেট্টিনিকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন আলেকজান্ডার

মাট্টেও বেরেট্টিনিকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন হলেন আলেকজান্ডার জেরেভ। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি হাসলেন জার্মান তারকা জেরেভ। কেন তিনি বিশ্বের ৬ নম্বর টেনিস তারকা, তা পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরে এসে প্রমাণ করলেন আলেকজান্ডার। অন্যদিকে কেরিয়ারে প্রথমবার এটিপি মাস্টার্স ১০০০ খেতাব জেতার সুযোগ পেয়েও তা হাতছাড়া করলেন ইতালির মাট্টেও বেরেট্টিনি।

বেরেট্টিনিকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন আলেকজান্ডার

প্রত্যাশা অনুযায়ী ম্যাচের শুরু থেকে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম সেট টাইব্রেকার পর্যন্ত গড়ায়। ৭-৬ (১০-৮) গেমে সেই সেট জিতে আলেকজান্ডার জেরেভকে ধাক্কা দেন মাট্টেও বেরেট্টিনি। দ্বিতীয় সেট থেকে শুরু হয় জার্মান তারকার লড়াই। স্বমহিমায় অবতীর্ণ হয়ে একের পর পর এক শক্তিশালী ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ডাউন দ্য লাইন, এসে প্রতিপক্ষকে নাজেহাল করতে থাকেন জেরেভ।

দ্বিতীয় সেটে বেরেট্টিনির একটি সার্ভিস ব্রেক করে জেরেভ। ৬-৪ গেমে ওই সেট জিতে যান জার্মান তারকা। দ্বিতীয় সেটেও জেরেভের সামনে দাঁড়াতেই পারেননি বেরেট্টিনি। ইতালীয় তারকার দুটি সার্ভিস ব্রেক করেন আলেকজান্ডার। ৬-৩ গেমে ওই সেট জেতার পাশাপাশি ম্যাচ এবং খেতাব জিতে যান বিশ্বের ৬ নম্বর তারকা।

মাদ্রিদ ওপেনের প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতার তৃতীয় বাছাই তথা অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পঞ্চম বাছাই তথা জার্মানির আলেকজান্ডার জেরেভ। খুব সহজেই ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছিল। ৬-৩ গেমে প্রথম সেট জিতেছিলেন জেরেভ। ৪-৬ গেমে দ্বিতীয় সেটেও হেরে গিয়েছিলেন থিয়েম। এর আগে মাদ্রিদের ওপেনের কোয়ার্টার ফাইনালে কিংবদন্তি রাফায়েল নাদালকে তাঁর পছন্দের ক্লে কোর্টে হারিয়েছিলেন আলেকজান্ডার জেরেভ। ২০১৮ সালে ডমিনিক থিয়েমকে হারিয়ে একই খেতাব জিতেছিলেন জেরেভ।