তিরুবনন্তপুরম : দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ(Coronavirus)। সংক্রমণ রুখতে একাধিক রাজ্যে লাগু হয়েছে দফায় দফায় লকডাউন(Lockdown)। তবুও মিলছে না স্বস্তি। এই অবস্থায় সংক্রমণের রেশে লাগাম টানতে এবার জেল বন্দিদের প্যারোলে(Prisoners) মুক্তি দেওয়ার ব্যবস্থা করল কেরল সরকার(Kerala)।

দেশে করোনা শুরুর প্রথম দিন থেকেই মহামারী মোকাবিলায় একের পর এক দৃষ্টান্ত তৈরি করেছে দক্ষিণের এই রাজ্য। এবার জেল বন্দিদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে কেরলে প্রায় ৫৬৮ জন সাজাপ্রাপ্ত আসামীকে প্যারোলে মুক্তি দিল কেরল সরকার।

জানা গিয়েছে, জেলবন্দিদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে সম্প্রতি দেশের শীর্ষ আদালত গতবারের মতো এবারও জেল (Prison) থেকে বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়ার মতো ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে । আসলে সংক্রমণ রুখতে এই মুহূর্তে জেলে ভিড় কমাতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে।

এবার শীর্ষ আদালতের(Supreme Court) সেই নির্দেশের পথে হাঁটল কেরল সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৫৬৮ জন বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার পাশাপাশি ৯২৩ জন দণ্ডিত অন্য বন্দীদেরও অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হতে পারে এবং প্রায় ৩৫০ রিমান্ড বন্দিকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হতে পারে।

এই বিষয়ে গত ৮ মে প্রধান বিচারপতি(Chief Justice) এনভি রমনার(N.V Ramana) নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছিল যে, গত বছর মার্চ মাসের মতোই এবারও জেল বন্দিদের মধ্যে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে যাঁদের ছাড়া হয়েছিল, এবারও তাঁদের ৯০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে জেলে কেউ করোনা আক্রান্ত হলে যেন তাঁর যথাযথ চিকিৎসা হয়, তাও নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, নিয়মিত বন্দি ও জেলকর্মীদের করোনা পরীক্ষা করাতে হবে। নিতে হবে প্রয়োজনীয় সতর্কতা। সেই নির্দেশিকা মেনেই কেরল সরকারের তরফে আপাতত ৯০ দিনের জন্য জেল বন্দি আসামীদের প্যারোলে মুক্তি বা জামিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে রাজ্য কারাগারের ডিজিপি ঋষিরাজ সিং জানিয়েছেন, হাইকোর্ট এবং শীর্ষ আদালতের নির্দেশিকা মেনে আপাতত ৫৬৮ জন বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পরে আরও ১৫০০ জন আসামীকে অস্থায়ী ভাবে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়া হবে। এছাড়াও ৩৫০ জন রিমান্ড বকে মুক্তি দেওয়া হতে পারে।

এছাড়াও তিনি এই কঠিন পরিস্থিতিতে সাময়িক মুক্তিপ্রাপ্ত বন্দীদের বাইরে যাওয়ার সময় কোভিড প্রোটোকল সম্পূর্ণরূপে মেনে চলার এবং তাদের বাড়িতে নিরাপদে থাকার জন্যও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কেরলের তিনটি কেন্দ্রীয় কারাগার সহ মোট ৫৪ টি কারাগারে ৬,০০০ এরও বেশি সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.