ফোন প্রস্তুতকারক সংস্থা Asus তাদের ZenFone 8 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বিশ্ববাজারে ১২ মে সংস্থা সিরিজের ZenFone 8 Mini, ZenFone 8 Pro, এবং ZenFone 8 Flip মডেল লঞ্চ করার কথা জানিয়েছে। Asus তাদের এই সিরিজের স্মার্টফোনগুলো ভারতের বাজারেও প্রকাশ করতে চলেছে বলে বিআইএস তাদের শংসাপত্রে প্রকাশ করেছে। তবে সংস্থার তরফে ভারতে কবে স্মার্টফোনটি লঞ্চ করা হবে তা উল্লেখ করা হয়নি ।
সম্প্রতি ভারতে আসুসের বিজনেস প্রধান দীনেশ শর্মা একটি টুইট করে জানিয়েছে, ভারতে চলমান কোভিড মহামারীর কারণে ZenFone 8 সিরিজের লঞ্চ আপাতত বন্ধ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লঞ্চ অনুষ্ঠানটি স্থগিত রাখা হবে। এছাড়া আর কোনও তথ্য তিনি ভাগ করেননি নিজের টুইটার হ্যান্ডেলে। তবে এই টুইট থেকে এটা স্পষ্ট যে এই মাসে ভারতে লঞ্চ হচ্ছে না ZenFone 8 সিরিজের স্মার্টফোনগুলো। আশাকরা হচ্ছে সংস্থাটি আগামী দিনে শীঘ্রই আরও বেশি ইন্টেল ভাগ করবে।
সংস্থার ZenFone 8 Flip মডেলে থাকবে একটি ৬.৬৭ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লের সঙ্গে ৯০ হার্জ রিফ্রেস রেটের ব্যবস্থা। পাশাপাশি চালনা করার জন্য থাকবে Qualcomm Snapdragon 888 চিপসেটের সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ব্যবস্থা। এছাড়া ফোনের পিছনের দিকে মোটোরাইজড ফ্লিপ ক্যামেরা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে একটি 64MP primary সেন্সার, একটি 8MP telephoto লেন্স এবং একটি 12MP macro লেন্সের ব্যবস্থা।
অন্যদিকে, ZenFone 8 Mini স্মার্ট ফোনের ASUS_I006D মডেল নম্বরের সঙ্গে Qualcomm Snapdragon 888 SoC থাকার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই স্মার্ট ফোনে থাকতে পারে ১৬ জিবি র্যামের সঙ্গে Android 11 OS এর পরিষেবা। আশাকরা হচ্ছে একটি ৫.৯২ ইঞ্চি ওলেড ডিসপ্লে সঙ্গে একটি ১২০ হার্জ রিফ্রেস রেটের ব্যাবস্থা মিলতে পারে গ্রাহকদের। এর পাশাপাসি ৪০০০ মেগাহার্জের একটি ব্যাটারি পরিষেবা থাকবে যা ৩০ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.