করোনায় প্রাণ হারানো মা ও দিদিকে চিঠি লিখলেন বেদা, আবেগে ভাসল দেশ

দুই সপ্তাহ অন্তর করোনা ভাইরাসে মা ও দিদিকে হারিয়ে পাহাড়প্রমাণ শূন্যতা অনুভব করছেন বেদা কৃষ্ণমূর্তি। আবেগতাড়িত এবং বিহ্বল হয়ে প্রয়াত প্রিয়জনকে চিঠি লিখে নিজের দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অল রাউন্ডার। যা পড়ে চোখের জল ধরে রাখতে পারেননি ক্রিকেট প্রেমী থেকে নেটিজেনরা।

নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চিঠিটি লিখেছেন বেদা। প্রিয়তম মা এবং দিদিকে সম্বোধন করে দেশের মহিলা ক্রিকেটার, এই দুই মহিলা ছিলেন তাঁর জীবনের অনুপ্রেরণা। তাঁর সব জেদ, অভিমান, আশা, আকাঙ্খা এবং ভাললাগা মা এবং দিদি ছাড়া আর কেউ বুঝতেন না বলেও লিখেছেন বেদা। জানিয়েছেন, ক্রিকেট ময়দানের পাশাপাশি জীবনের যুদ্ধে শেষ মিনিট পর্যন্ত লড়াই করার প্রেরণা তিনি প্রয়াত মা ও দিদির কাছ থেকে পেয়েছেন। তাঁর জীবনের প্রধান দুই স্তম্ভ যে আর নেই, তা ভাবতেই পারছেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য। এই কঠিন সময়ে যে যাঁরা তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন বেদা কৃষ্ণমূর্তি।

To my dearest Amma and Akka ❤️ pic.twitter.com/NLj7kAYQXN

— Veda Krishnamurthy (@vedakmurthy08) May 10, 2021

গত বছরের মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের দাপট গত বছরের শেষে কিছুটা কমলেও, গত মার্চ থেকে কোভিড ১৯-এর নতুন ঢেউতে নাজেহাল হয়ে রয়েছে ভারত। মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, কর্নাটক, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। পাল্লা দিয়ে অক্সিজেনের ঘাটতি সামাল দিতে নাজেহাল নরেন্দ্র মোদী প্রশাসনকে। শূন্যতা পূরণ করতে বিদেশ থেকে তরল অক্সিজেন কিনছে ভারত সরকার।

করোনা যুদ্ধে সামিল সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ, মোটা অনুদানের আশ্বাস

সে সবের মধ্যে মানুষের মৃত্যু মিছিল থামাতে অপারগ হচ্ছে প্রশাসন। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বহু নেতা-নেত্রী, মন্ত্রী, সেলেব্রিটি এবং তাঁদের আত্মীয়রা কোভিড ১৯-এ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। সেই তালিকায় আবারও যুক্ত হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা সদস্য ভেদা কৃষ্ণমূর্তির নাম। কর্নাটকের চিকামাগালুরের এই মহিলা ক্রিকেটারের মা চেলুভাম্বা দেবী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন দুই সপ্তাহ আগে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন ক্রিকেটারের ৪৫ বছরের দিদি। শেষ যুদ্ধে পরাজয় স্বীকার করেন সেই ভাটসালা শিবাকুমারও। করোনা ভাইরাসের থাবায় বাবাকে হারিয়েছেন ক্রিকেটার চেতন সাকারিয়া ও পীযূষ চাওলাও।