বিচার ব্যবস্থার হস্তক্ষেপ প্রয়োজন নেই, টিকা নীতি নিয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানাল কেন্দ্র

দেশজুড়ে অক্সিজেন বন্টন নিয়ে কেন্দ্রের ভূমিকায় আগে থেকেই অখুশি ছিল সুপ্রিম কোর্ট। এবার কেন্দ্রের টিকা নীতি নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করল শীর্ষ আদালত। তবে রবিবার শীর্ষ আদালতকে কেন্দ্র আশ্বস্ত করে জানিয়েছে যে তাদের টিকাকরণ নীতি সমবন্টন নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। কারণ সীমিত সংখ্যায় ভ্যাকসিনের প্রাপ্যতা, দুর্বলতা ও দেশে আকস্মিক মহামারির কারণে একসঙ্গে টিকাকরণ করা সম্ভব হয়নি। সুপ্রিম কোর্টকে টিকা নীতি নিয়ে পুনরায় চিন্তা করতে বলল কেন্দ্র।

বিচার ব্যবস্থার হস্তক্ষেপ নয়

কেন্দ্রের টিকাকরণের নীতি অনুযায়ী, ‘‌সমবন্টন, বৈষম্যহীন এবং দু'‌টি বয়সের গোষ্ঠীর (‌৪৫ বছরের ওপর ও তার নীচে)‌ মধ্যে একটি স্বতন্ত্র পার্থক্যের ভিত্তিতে এটি তৈরি।' শীর্ষ আদালতের সামনে কেন্দ্রের পেশ করা হলফনামায় বলা হয়েছে, ‘‌এই নীতিটি ভারতের সংবিধানের ১৪ অনুচ্ছেদ এবং ২১ অনুচ্ছেদের আদেশ মেনে তৈরি এবং বিশেষজ্ঞরা, রাজ্য সরকার এবং ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে বিভিন্ন দফায় আলোচনা ও পরামর্শের পরে তৈরি করা হয়।' এই হলফনামায় এও বলা হয়েছে যে এই ভ্যাকসিন নীতিতে বিচার ব্যবস্থার হস্তক্ষেপের প্রয়োজন নেই, ‌আস্থা রাখা হোক কেন্দ্রের ওপর, কারণ কেন্দ্র মহামারির গুরুত্ব অনুযায়ী নীতি তৈরি করেছে। জনগণের বৃহত্তর স্বার্থে বিভিন্ন বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

ভ্যাকসিন নীতি পুর্নবিবেচনা

গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টে কোভিড-১৯ পরিচালনা ইস্যু নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় আদালত কেন্দ্রের কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ নীতি সংশোধন ও পুর্নবিবেচনা করার আহ্বান জানিয়েছিল। সেই সয় সুপ্রিম কোর্ট বলেছিল, ‘‌বর্তমান নীতিটি যেভাবে তৈরি করা হয়েছে তার ফলস্বরূপ জনস্বাস্থ্যের অধিকারের ক্ষতি হবে, যা সংবিধানের ২১ অনুচ্ছেদের অবিচ্ছেদ্য উপাদান।'‌ এই কৌশলটির অধীনে ভারত সরকার ব্যাতীত অন্যান্য চ্যানেলের মাধ্যমেও ১৮-৪৪ বছরের নাগরিকদের টিকাকরণের অনুমতি রয়েছে। আদালত এ ক্ষেত্র প্রশ্ন তুলেছিল যে ভ্যাকসিন নির্মাতারা রাজ্য ও কেন্দ্র উভয়ের কাছ থেকে ভিন্ন ভিন্ন মূল্যে ভ্যাকসিন বিক্রি করছে। যদিও ভ্যাকসিনের মূল্য নিয়ে কেন্দ্রের পেশ করা হলফনামায় বলা হয়েছে, যদিও রাজ্যগুলি ভ্যাকসিন সরাসরি সংগ্রহ করতে পারবে নির্মাতাদের থেকে, কিন্তু তাও কেন্দ্র ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে ঘরোয়া আলোচনার মাধ্যমে এটা নিশ্চিত করবে যাতে সব রাজ্যেই ভ্যাকসিনের দাম সমান হয়।

কেন্দ্রের টিকা–নীতি

প্রসঙ্গত, কেন্দ্রের টিকা-নীতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। নাগরিকদের অগ্রাধিকার না দিয়ে বিদেশে টিকা রপ্তানি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দামের পার্থক্য, টিকাকরণে মন্থর গতি ও অপরিমিত জোগান নিয়েও কাঠগড়ায় মোদী সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফেও কেন্দ্রের ভ্যাকসিন নীতির বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পিটিশন দাখিল করে রাজ্যের তরফে বলা হয়েছে, সব রাজ্যকে বিনামূল্যে টিকা দিতে হবে কেন্দ্রকে। টিকাকরণে অভিন্ন নীতি নেওয়ার আর্জিও জানানো হয়।

আরও দামি জ্বালানি তেল, মেট্রো শহরগুলোয় বাড়ছে জ্বালানি তেলের দাম, কলকাতায় কত জেনে নিন

টিকার দামের পার্থক্য

টিকার দামের পার্থক্য নিয়ে কেন্দ্রের দাবি, কোভিড প্রতিষেধকের দাম আয়ত্তের মধ্যে রয়েছে। সরকারের তদ্বিরের পর গোটা দেশে একই দাম রেখেছে দুটি উৎপাদনকারী সংস্থা। রাজ্যগুলি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথাও ঘোষণা করেছে। সেজন্য ১৮ থেকে ৪৫ বছরের ব্যক্তিরা বিনামূল্যে টিকা পাবেন। গ্রামীণ এলাকায় সৎকারকর্মী, পঞ্চায়েত কর্মীরাও প্রথম সারির কোভিড যোদ্ধা। ফলে বিনামূল্যে টিকাকরণে আওতায় রয়েছেন তাঁরা।