মাদ্রিদ: মেসি-সুয়ারেজদের করে দেওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ন্যু-ক্যাম্পে শনিবার রাতে বার্সেলোনা (Barcelona) বনাম অ্যাটলেটিকো (Atletico Madrid) ম্যাচ ড্র হওয়ায় জিদানের দলের কাজে সোজা হিসেব ছিল রবিবার সেভিয়া (Sevilla) ম্যাচের আগে। সেটা হল ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে লিগের মগডালে উঠে যাওয়া। লিগের যখন মাত্র তিন ম্যাচ বাকি তখন এরকম সুযোগ হাতছাড়া হওয়া মানে পরে আফসোস করার জন্য প্রস্তুত থাকা।

রবিবার নিজেদের হোমগ্রাউন্ডে সেই সুযোগটাই হাতছাড়া করল জিনেদিন জিদানের (Zinedine Zidane) দল। চতুর্থস্থানে থাকা সেভিয়ার কাছে আটকে গেলেন বেনজেমারা। বলা যায় এডেন হ্যাজার্ডের (Eden Hazard) শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল লস ব্ল্যাঙ্কোসরা (Los Blancos)।

রামোসকে (Sergio Ramos) ছাড়াই এদিন দল সাজিয়েছিলেন জিদান। দিনকয়েক আগে অবধি চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা সেভিয়াকে সহজভাবে নেওয়ার কোনও প্রশ্নই ছিল না। ১২ মিনিটে করিম বেনজেমার (Karim Benzema) গোলে রিয়াল এগিয়ে গেলেও ভিএআরে (VAR) বাতিল হয় সেই গোল। ১০ মিনিট বাদে উলটে ম্যাচে এগিয়ে যায় সেভিয়া। নাভাসের (Jesus Navas) ক্রস বক্সের মধ্যে হেডে ফার্নান্দোর (Fernando) জন্য সাজিয়ে দেন রাকিতিচ। সাজানো বল নিজের আয়ত্তে নিয়ে গোল করে যান ফার্নান্দো। দাপট থাকলেও প্রথমার্ধে কাজের কাজ করতে পারেনি রিয়াল।

ম্যাচ জয়ের তাগিদে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের লক্ষ্যে ঝাঁপায় লস ব্ল্যাঙ্কোসরা। আর সেভিয়া ছিল প্রতি-আক্রমণে দ্বিতীয়বার রিয়াল রক্ষণের লকগেট ভাঙার চেষ্টায়। ৬৫ মিনিটে ভিনিয়াসের (Vinisius Jr.) প্রয়াস পোস্টে লেগে বাইরে যায়। তবে রিয়াল সমতায় ফেরে ঠিক তারপরেই। ৬৭ মিনিটে ক্রুসের (Tony Kroos) পাস থেকে বক্সের মধ্যে বাঁ-পায়ের দুরন্ত ভলিতে গোল করেন পরিবর্ত আসেনসিও (Marco Asensio)। কিন্তু ৭৮ মিনিটে বক্সের মধ্যে ভিনিসিয়াসের হ্যান্ডবল ফের পিছিয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। পেনাল্টি থেকে ব্যবধান ২-১ করেন বার্সার প্রাক্তনী রাকিতিচ (Ivan Rakitic)।

স্বাভাবিকভাবেই শেষের কয়েকটা মিনিট হারের আতঙ্ক চেপে ধরে লস ব্ল্যাঙ্কোসদের। তবু চেষ্টা জারি ছিল তাদের। আর সেই চেষ্টাই শেষলগ্নে সমতাসূচক গোল এনে দেয় রিয়ালকে। সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ক্রুসের শট বক্সের মধ্যে পরিবর্ত হ্যাজার্ডের পায়ে লেগে ঢুকে যায় গোলে। ২-২ শেষ হয় ম্যাচ। ড্র’য়ের ফলে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে সমমেরুতে অবস্থান রিয়ালের। যদিও মুখোমুখি সাক্ষাতে রেকর্ড ভালো থাকায় দ্বিতীয়স্থানে জিদানের দল।

শীর্ষে থাকা অ্যাটলেটিকো সমসংখ্যক ম্যাচে দু’পয়েন্টে এগিয়ে। হাতে বাকি তিন ম্যাচ। সবমিলিয়ে লা লিগার ক্লাইম্যাক্সে সাসপেন্স ঘনীভূত হচ্ছে ক্রমশ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.