রাজ্যজুড়ে একটানা মৃত্যুমিছিলে বাড়ছে আতঙ্ক, উত্তরপ্রদেশে আরও বাড়ল লকডাউনের মেয়াদ

গোটা দেশের পাশাপাশি করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে উত্তরপ্রদেশে। কমবেশি প্রায় সমস্ত হাসপাতালেই দেখা দিচ্ছে বেড-অক্সিজেনের সঙ্কট। এমতাবস্থায় মারণ করোনাকে বাগে আনতে ফের এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল যোগী প্রশাসন। এদিকে এর আগে রাজ্য সরকারের তরফে ১০ মে অবধি গোটা রাজ্যে লকডাউন জারি করে। বর্তমানে সেটাই বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। ১৭ মে সকাল ৭ টা অবধি সকলকেই কার্ফুর কড়া কোভিড বিধি মেনে চলতে হবে বলেও প্রশাসনের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য গত ২৪ ঘণ্টা যোগী রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়। করোনার কবলে পড়ে মারা গিয়েছেন ২৯৮ জন। আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৪৭ জন। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮০ হাজারের বেশি। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে শীর্ষ তালিকায় রয়েছে লখনৌ। লখনৌয়ে মারা গিয়েছেন ৩৮ জন। যার জেরে নতুন করে বাড়ছে উদ্বেগ।

মুখ্যমন্ত্রী পদ থেকে সোনোয়ালের পদত্যাগ, অসমের কুর্সিতে হিমন্তের অধিষ্ঠানের জল্পনা নিয়ে টানটান উত্তেজনা

অন্যদিকে ২৪ ঘণ্টায় শুধুমাত্র কানপুরে করোনার বলি হয়েছেন ২৩ জন। ঝাঁসিতে মারা গিয়েছেন ১৮ জন। অন্যদিকে এখনও পর্যন্ত গোটা উত্তরপ্রদেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ১৭০ জন। এমতাবস্থায় লকডাউন ছাড়া আর কোনও গতি নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। তবে আগামী ১ সপ্তাহের জন্য তা বাড়ানো হলেও করোনা বাগে না এলে আগামীতে তা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকেরা। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ৪ লক্ষ ৩ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৪ হাজার ৯২ জন।