মাদ্রিদ ওপেনের ফাইনালে জেরেভের মুখোমুখি বেরেট্টিনি, সেমিফাইনালে হার রুদের
মাদ্রিদ ওপেনের ফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হতে চলেছেন মাট্টেও বেরেট্টিনি। টুর্নামেন্টের সেমিফাইনালে নরওয়ের ক্যাসপার রুদের বিরুদ্ধে সহজ জয় হাসিল করেছেন অষ্টম বাছাই তথা ইতালীয় তারকা। ফাইনালে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন টেনিস প্রেমীরা।

মাদ্রিদ ওপেনের প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতার তৃতীয় বাছাই তথা অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পঞ্চম বাছাই তথা জার্মানির আলেকজান্ডার জেরেভ। খুব সহজেই ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। ৬-৩ গেমে প্রথম সেট জেতেন জেরেভ। ৪-৬ গেমে দ্বিতীয় সেটেও হেরে যান থিয়েম। এর আগে মাদ্রিদের ওপেনের কোয়ার্টার ফাইনালে কিংবদন্তি রাফায়েল নাদালকে তাঁর পছন্দের ক্লে কোর্টে হারিয়েছিলেন আলেকজান্ডার জেরেভ।
ফাইনালে জার্মান তারকার প্রতিপক্ষ কে হবেন, তা জানতে উদগ্রীব ছিল টেনিস মহল। সবার চোখ ছিল মাদ্রিদ ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের দিকে। যেখানে নরওয়ের ক্যাসপার রুদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ইতালির মাট্টিও বেরেট্টিনি। স্ট্রেট সেটে ম্যাচ জিতে সহজেই ফাইনালে পৌঁছে যান প্রতিযোগিতার অষ্টম বাছাই ইতালীয়। প্রথম সেট ৬-৪ গেমে জেতেন বেরেট্টিনি। দ্বিতীয় সেটও ৪-৬ গেমে হেরে যান ক্যাসপার রুদ।
মালদ্বীপের পানশালায় সংঘর্ষের অভিযোগ ওড়ালেন ওয়ার্নার-স্ল্যাটার, বললেন 'কিছুই হয়নি'
আজ রাতে মাদ্রিদের মানালো সান্টানায় জেরেভ ও বেরেট্টিনির হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছে টেনিস দুনিয়া। উল্লেখ্য এর আগে একবার এই খেতাব জিতেছেন আলেকজান্ডার। ২০১৮ সালে ডমিনিক থিয়েমকে হারিয়েছিলেন ২৪ বছরের ইতালীয়। এবারের ফাইনালে জেরেভ কেমন পারফরম্যান্স করেন, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।