মুম্বই: দেশে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা কোভিড (COVID-19) সংক্রমণ ও একের পর এক বিভিন্ন দলের জৈব সুরক্ষা বলয় ভেদ করে কোভিড হানার পর গত মঙ্গলবারই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সাময়িকভাবে জন্য চতুর্দশ সংস্করণের আইপিএল (IPL 2021) স্থগিত ঘোষণা করেছে। তারপর থেকেই লিগের সাথে জড়িত সকল খেলোয়াড়, বিভিন্ন দলের সাপোর্ট স্টাফ, চ্যানেলের সাথে জড়িত দেশ-বিদেশের ধারাভাষ্যকাররা সকলেই প্রায় নিজের গন্তব্যে ফিরে গিয়েছেন। অজিরা এবং কয়েকজন কিউয়ি ক্রিকেটার যেমন মালদ্বীপে রয়েছেন।

আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপক (Presenter) ও ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) স্ত্রী সঞ্জনা গনেশণও (Sanjana Ganesan) নিজের বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় বেটার-হাফ জসপ্রীত বুমরাহর সঙ্গে একটি ছবি আপলোড করেছেন তিনি। নব-বিবাহিত দম্পতির সেই ছবি মন কেড়ে নিয়েছে নেটাগরিকদের।

জসপ্রীত ও সঞ্জনা চলতি বছর মার্চেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর বিভিন্ন সময় তাঁদের একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করে খুনসুটি করতে দেখা গিয়েছে। কিছু দিন আগেই সঞ্জনার জন্মদিন উপলক্ষ্যে জসপ্রীত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন সেই মানুষটিকে যে রোজ আমার মন চুরি করে। তুমি আমার (You’re my person)। আমি তোমায় ভালোবাসি।’

বিসিসিআই-এর তরফ থেকে আইপিএল স্থগিত করে দেওয়ার পর বাকিদের মতো মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের সদস্য জসপ্রীতও নিজের বাড়ি ফিরে গিয়েছেন। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওবার্তায় তাঁকে এই বিষয়ে নিজের মত পোষণ করতেও শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত করে দিতে হল। কিন্তু আমার মনে হয় সবার সুরক্ষা ও সুস্থতার দিক থেকে এটা সঠিক সিদ্ধান্ত।’

জসপ্রীতকে এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) এবং তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে। আর একথা বলার অপেক্ষা রাখেনা, ভারতের জয়ের জন্য দু’টি ক্ষেত্রেই ২৭ বছর বয়সি পেসারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.