হতাশ সৌরভ
আইপিএল যেভাবে স্থগিত করতে হলো তাতে হতাশ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ক্রীড়া ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, করোনা অতিমারির সঙ্গে আমাদের লড়াই জারি রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মার্চ অবধি পরিস্থিতি তবু নিয়ন্ত্রণে ছিল। আমাদের কাছেও সব কিছু ঠিকঠাক রাখা যেমন চ্যালেঞ্জ, তেমনই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ক্রিকেটারদেরও। তবু জৈব সুরক্ষা বলয়ের মধ্যে কেউ করোনা আক্রান্ত যদি না হতেন তাহলে আইপিএল চালিয়ে যেতে অসুবিধা হতো না। দুবাইতে আইপিএল আয়োজন বা ঘরোয়া ক্রিকেট চালানোর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি অনেকটাই কঠিন করে দিয়েছে। পাঁচ মাস পর টি ২০ বিশ্বকাপও রয়েছে। অনেক কাজ বাকি। সৌরভের কথায় ইঙ্গিত, করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হলে টি ২০ বিশ্বকাপও সংযুক্ত আরব আমিরশাহীতেই আয়োজন করবে বিসিসিআই।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
সঠিক পদক্ষেপ
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন সঠিক সময়েই আইপিএল স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আইপিএল আগে বন্ধ করা উচিত ছিল এমনটা অনেকেই বলতে পারেন। কিন্তু মুম্বই ও চেন্নাইয়ে কোনও অসুবিধা হয়নি। ক্রিকেটাররা বায়ো বাবলে ছিলেন, মাঠে দর্শক ছিল না। দিল্লি ও আমেদাবাদে খেলা শুরুর পরই সংক্রমণ ছড়াতে শুরু করল। তখনই আমরা স্থগিত রেখেছি আইপিএল। ইংলিশ প্রিমিয়ার লিগেও তো অনেকে সংক্রমিত হয়েছিল। তারপরও ক্রীড়াসূচিতে বদল এনে তা চলছে। কিন্তু আইপিএলে সেটা সম্ভব নয়। আইপিএল স্থগিত হতেই সকলে বাড়ি ফিরেছেন। সেখানে নিভৃতবাসের নিয়ম মেনে চলতে হচ্ছে। অনেকে নানা কথা বলতেই পারেন। খোঁজ নিয়ে দেখুন, অনেক লিগেই করোনা আক্রান্তের সন্ধান মিলছে। তারপরও সেই সব লিগ চালানো হচ্ছে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
ভারতে আর নয়
ভারত ইংল্যান্ডে যাবে জুনে। সেখানে সেপ্টেম্বর অবধি ছটি টেস্ট খেলবেন বিরাটরা। তাহলে কীভাবে কখন আইপিএলের জন্য উইন্ডো বের করা যায় সেটা নিয়েই চলছে জল্পনা। তবে ভারতে আর আইপিএলের বাকি ম্যাচ আয়োজন সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন সৌরভ। তিনি বলেন, জুলাইয়ে ভারতীয় দল তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি ২০ খেলতে শ্রীলঙ্কা সফরেও যাবে। ফলে সেখানেও ১৪ দিন কোয়ারান্টিনে থাকার ব্যাপার আছে। তাই ভারতে আর এ বছর আইপিএল আয়োজনের সম্ভাবনাই নেই। কখন আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা যায় সেটাও এখনই বলা মুশকিল।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
ইংল্যান্ডে যাবেন মহারাজ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখতে ইংল্যান্ডে যাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যা। বোর্ড সচিব জয় শাহও যাবেন। আইপিএল আয়োজন নিয়ে সেখানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হতে পারে। সৌরভ বলেন, ইংল্যান্ডে সিরিজ অস্ট্রেলিয়ার চেয়ে কঠিন হবে। অস্ট্রেলিয়ায় এমন সাফল্য আমরা পেয়েছি ক্রিকেটারদের জন্যই। বিসিসিআই সভাপতি সব সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করি। অস্ট্রেলিয়ায় প্রতিটি টেস্ট ম্যাচের সময়ই অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা হতো। ক্রিকেটারদের কথা শুনি। আমিও ক্রিকেট খেলেছি বলে ক্রিকেটারদের সঙ্গে আমার বোঝাপড়াতেও সুবিধা হয়। ক্রিকেটারদের সঙ্গে কথা বলাই আমার কাজ। তাঁদের সহযোগিতা করতেই আমরা আছি। ডাউন আন্ডারে সিরিজ জয়ের পিছনে ঋষভ পন্থের ভূমিকারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ।
(ছবি- বিসিসিআই/আইপিএল)