গুজরাতের স্থানীয় সংবাদপত্রগুলিতে প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সংখ্যা ক্রমে বেড়েই চলেছে, যা রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার দিকে ইঙ্গিত দেয়। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের জেরে গুজরাতেও দৈনিক সংক্রমণ ও মৃত্যু ক্রমশঃ বেড়েই চলেছে।
বেশ কিছুদিন ধরে সৌরাষ্ট্র প্রদেশের প্রধান সংবাদপত্রগুলির ১৬টি পাতার মধ্যে সাতটি পাতায় শ্রদ্ধা নিবেদন ও শোক বার্তার নোটিশে ভরে গিয়েছে। গত তিনদিনে গুজরাতে অল্প সংখ্যক কেস ও মৃথ।উর খবর রিপোর্ট হয়েছে। তবে সংবাদপত্রের পাতা ভর্তি শোক বার্তা দেখে নে হচ্ছে তা সরকারি তথ্যের থেকে সম্পূর্ণ আলাদা। গুজরাত সরকার মৃতের সংখ্যা গোপন করছে। এই অভিযোগ আগেও সরকারের বিরুদ্ধে উঠেছিল। কিন্তু সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে সরকারের এরকম কোনও অভিসন্ধি নেই।
সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত, চলে গেলেন বসিরহাটের 'ফিনিক্স'
সৌরাষ্ট্র ভাস্করের ভাবনগরের এডিশনে একদিনে ২০০ জনের বেশি মানুষের শোকবার্তা ছাপা হয়েছে, যা একমাসেই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় গুজরাতে ১১,৮০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হন এবং ১৪ হাজারের মতো মানুষ সুস্থ হয়ে উঠেছেন। একদিনে এ রাজ্যে ১১৯ জনের মৃত্যুও হয়েছে। সরকারিভাবে মৃতের সংখ্যা কম কেন এ প্রসঙ্গে রাজ্যের মুখমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন যে কোমর্বিডিটিসের জন্য যাঁরা মারা গিয়েছে তাঁদের করোনায় মৃত্যুর মধ্যে ধরা হয়নি।