মুম্বই: বিরাট কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ডেই থাকবেন। জুলাইয়ে শ্রীলঙ্কায় সাদা-বলের সিরিজ খেলতে যাবে দ্বিতীয় সারির ভারতীয় দল। জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে থাকা ভারতীয় দল কীভাবে দ্বীপরাষ্ট্রে সিরিজ খেলবে? রবিবার স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সভাপতির ঘোষণার পর বিভ্রান্ত ছিলেন অনুরাগীরা।
অনুরাগীদের বিভ্রান্ত দূর করে বিসিসিআই সভাপতি সংবাদসংস্থা পিটিআই’কে জানিয়েছেন, ‘অবশ্যই শ্রীলঙ্কার জন্য সাদা-বলের বিশেষজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হবে। এটা সম্পূর্ণ ভিন্ন একটা দল হবে।’ উল্লেখ্য, জুলাইয়ে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের পর শ্রীলঙ্কায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর বিসিসিআই সভাপতির ঘোষণাতেই পরিষ্কার দ্বীপরাষ্ট্রগামী দল তৈরি হবে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুবেন্দ্র চাহালদের মতো ক্রিকেটারদের নিয়ে। সবমিলিয়ে একই সময়ে জাতীয় দলের দুই ভিন্ন স্কোয়াডের দু’টো ভিন্ন দেশে অবস্থান দৃষ্টান্ত হতে যাচ্ছে।
বিসিসিআই’য়ের এক আধিকারিক এপ্রসঙ্গে জানিয়েছেন, ‘বিসিসিআই সভাপতি প্রথম সারির ক্রিকেটারদের ম্যাচ প্রস্তুত রাখতে চাইছেন। আর ওই সময়ে ইংল্যান্ডে যেহেতু সাদা-বলের সিরিজ নেই তাই জুলাই মাসটাকে ভালোভাবে ব্যবহার করা যাবে। জুলাইয়ে সিনিয়র দলের এমনিতে কোনও অফিসিয়াল ম্যাচ নেই। ইংল্যান্ডে টেস্ট স্কোয়াড তখন নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। তাই দেশের সাদা-বলের ক্রিকেটাররা ওই সময় ম্যাচ প্র্যাকটিস পেলে মন্দ হয় না। এর ফলে নির্বাচকদেরও পরবর্তীতে দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়।
বিসিসিআই সভাপতির মস্তিষ্কপ্রসূত এই ভাবনা যে নেহাত মন্দ নয় সেটা একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে। কারণ, ঘরোয়া টুর্নামেন্ট এবং আইপিএলের সৌজন্যে বহু প্রতিভা এই মুহূর্তে জাতীয় দলের কড়া নাড়ছে। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এইসব ক্রিকেটারদের জন্য শ্রীলঙ্কা সফর এক সুবর্ণ সুযোগ হতে চলেছে বলাই বাহুল্য। চাহালের পাশে রাহুল চাহার কিংবা রাহুল তেওয়াটিয়া স্পিন বিভাগে নিজেদের যথেষ্ট ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শ্রেয়স আইয়ার ফিট হয়ে শ্রীলঙ্কা যাবেন আশা করা যায়। সুবর্ণ সুযোগ দেবদূত পারিক্কলের জন্য। পৃথ্বী শ নিজেকে ফের প্রমাণের দারুণ মঞ্চ পাবেন সেখানে। পেস বিভাগে চেতন সাকারিয়ার মত প্রতিশ্রুতিমানরাও সুযোগ পাবেন আন্তর্জাতিক সার্কিটে নিজেদের মেলে ধরার।
প্রাথমিকভাবে ১৮-২২ জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ৪ অগস্ট ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট শুরুর মধ্যবর্তী সময়টাকে অবশিষ্ট আইপিএলে’র সম্ভাব্য উইন্ডো বলে মনে করছিলেন অনেকে। কিন্তু সেই সম্ভাবনা রবিবার পত্রপাঠ খারিজ করে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পোর্টসস্টার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মহারাজ’ জানান তেমন কোনও সম্ভাবনা নেই। কিন্তু শুধু সম্ভাবনা নেই বলেই থামেননি তিনি, ভারতীয় দল ওই উইন্ডোয় শ্রীলঙ্কা সফরে যাবে বলে ঘোষণা করেন বিসিসিআই সভাপতি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.