কলকাতাকে টেক্কা দিয়ে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যায় শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। পাঁচদিন যাবৎ উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ কলকাতারও উপরে। প্রায় চার হাজারের কাছে সংক্রমিত উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। শহরতলির জেলার সঙ্গে আরও অনেক জেলায় দৈনিক বৃদ্ধি হাজারের আশেপাশে।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। বাংলায় ১৯৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৬১। উত্তর ২৪ পরগনায় ৩৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৬৫০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩০০৯।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২২২৯১৭। শুধু এদিনই কলকাতায় ৩৯৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৬৫০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৯৩১৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬১১৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯৮৩ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২০৯৩৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৮২ জন। মৃত্যু হয়েছে মোট ৩০০৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৮২৮৬৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৪৬৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯৮৮ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৬২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬০১৫২। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৫৯১০০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯৬ জন। হুগলিতে ৯৪৭ জন বেড়ে আক্রান্ত ৪৮৯৩৭ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২৭ জন, কোচবিহারে ২২৮ জন, দার্জিলিংয়ে ৫৩৫ জন, কালিম্পংয়ে ৪১ জন, জলপাইগুড়িতে ২৭৮ জন, উত্তর দিনাজপুরে ৩৬৪ জন, দক্ষিণ দিনাজপুরে ২৫২ জন, মালদহে ৫৯৭ জন, মুর্শিদাবাদে ৪৯০ জন, নদিয়ায় ৯৩২ জন, বীরভূমে ৭৮৫ জন, পুরুলিয়ায় ২১৮ জন, বাঁকুড়ায় ৪৬০ জন, ঝাড়গ্রামে ১০৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৭৮৬ জন, পূর্ব মেদিনীপুরে ৬৫৫ জন, পূর্ব বর্ধমানে ৭৪৪ জন, পশ্চিম বর্ধমানে ৯৪১ জন মোট আক্রান্ত হয়েছেন।