তৃণমূলের 'রেকর্ড' জয় মেনে নিতে পারছে না, বিধানসভায় অনুপস্থিতি নিয়ে বিজেপিকে নিশানা মমতার

নির্বাচনে ঐতিহাসিক সাফল্য তৃণমূলের (trinamool congress)। নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং হয়েছে। না হতে বিজেপি ৩০ আসনও পেত না। ফল মেনে নিতে না পেরে দাঙ্গা মাধানোর চেষ্টা করা হচ্ছে। তৃতীয়বারের জন্য বিধানসভায় (assembly) প্রবেশের পরেই এমনই সব অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

বিজেপিকে বয়কট করেছে মানুষ

শনিবার বিধানসভা ছিল স্পিকার নির্বাচন। রাজ্যে হিংসার অভিযোগ করে স্পিকার নির্বাচন বয়কট করে বিজেপি। যা নিয়ে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম ভাষণে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলার মানুষ বিজেপিকে বয়কট করেছে। সেই কারণে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে বিজেপি। স্পিকার নির্বাচনে বিজেপির বয়কট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ওদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাও ওরা বয়কট করল। আসলে মানুষই ওদের বয়কট করেছে। তিনি বলেন, বাংলার মেরুদণ্ড সবসমই শক্তিশালী।

মানুষের রায় মেনে নিয়ে পারছে না বিজেপি

মুখ্যমন্ত্রী এদিন বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ঐতিহাসিক রায় দিয়েছে। সেই সেই রায় মেনে নিতে পারছে না বিজেপি। তিনি বলেন, বহু বছরের ইতিহাসে কোনও দল এত বড় জয় পায়নি। তা নেমে নিতে না পেরেই বিজেপির বয়কট বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, এবারের বিধানসভায় তৃণমূল প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড।

হিংসা ছড়াচ্ছে গেরুয়া শিবির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মানুষের রায় মেনে নিতে না পেরে হিংসা ছড়াচ্ছে গেরুয়া শিবির। তিনি আরও অভিযোগ করেন, সহ্য করতে পারছে না, তাই ফের ভিডিও ছড়াচ্ছেন। হিংসা ছড়িয়ে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এমন সব বক্তব্য রাখছে, যা শুনে গা শিউরে উঠছে। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচারেরও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অশান্তি করলে এফআইআর করার পরামর্শও দিয়েছেন তিনি।

কমিশনকে সঙ্গে নিয়ে রিগিং

মুখ্যমন্ত্রী এদিন বিজেপির ৭৭ আসনে জয় নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, কমিশন সাহায্য না করলেন ৩০ টি আসনও পেত না বিজেপি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করেছে। বিজেপি হোস পাইপের মতো টাকা খরচ করেছে। সেই টাকা করোনা মোকাবিলায় ব্যবহার করা যেত বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

'মৌন' থেকেই বিজেপি নেতৃত্বকে 'সিদ্ধান্ত' জানালেন মুকুল, পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে