ধোনির পরিবারে কালো ঘোড়া
২০২০ সালের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আইপিএল খেলার পাশাপাশি অর্গ্যানিক ফার্মিংয়ে মনোনিবেশ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই কাজ এখনও করে চলেছেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক। একাধারে নিজের রাঁচির ফার্ম হাউস, বাইক এবং পোষ্য সারমেয়দের দেখভাল একার হাতেই করতে ভালোবাসেন কিংবদন্তি। সেই তালিকায় এবার যোগ হল রাজকীয় এক কালো ঘোড়ার দায়িত্ব। যার নাম চেতক। ধোনির ফার্ম হাউসে হেঁটেচলে বেড়ানো ওই প্রাণীটিকে রাঁচির রাস্তায় বেরিয়ে পড়তে দেখা যেতে পারে যখন-তখন। তবে বল্গা থাকবে ধোনিরই হাতে।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল
|
সাক্ষীর পোস্ট ভাইরাল
এমএস ধোনির ফার্ম হাউসে রাজকীয় ঢঙে হেঁটে চলে বেড়ানো কালো ঘোড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিংবদন্তির স্ত্রী সাক্ষী। পরিবারের পোষ্য দুই সারমেয়র সঙ্গে খেলতে দেখা গিয়েছে চেতককে। তা দেখে লাইক ও কমেন্টের ঝড় বইয়ে দিয়েছেন নেটিজেনরা।
আইপিএলে সিএসকে
গত আইপিএলে লজ্জাজনক ফলাফলের পর এবার টুর্নামেন্টের প্রথম থেকেই ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই সুপার কিংস। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সময় সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছিল এমএস ধোনির দল। দুটি ম্যাচ হারলেও পাঁচটিতে জয় হাসিল করেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল
ব্যাটসম্যান ধোনির পারফরম্যান্স
গত আইপিএলে ১৪টি ম্যাচ খেলে মাত্র ২০০ রান করেছিলেন এমএস ধোনি। কিংবদন্তির সেই রানের খরা এবারও অব্যাহত। সিএসকে জার্সিতে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে মাত্র ৩৭ রান করেছেন ধোনি। তা যে খুব একটা ভাল সংকেত নয়, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ছবি সৌজন্যে : পিটিআই