করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে পশুপাখিদের মধ্যেও। হায়দরাবাদ চিড়িয়াখানায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ সিংহী। তারপরেই ভান্ডালুর চিড়িয়াখানায় সতর্কতা জারি করা হয়েছে। করোনা সংক্রমণ যাতে ভ্রমণার্থীদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেকারণে সতর্ক করা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। জরুরি ভিত্তিতে চিড়িয়াখানার সব কর্মীদের টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ চিড়িয়াখানার কর্মীদের উপরেও ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চিড়িয়াখানার অন্যান্য পশুপাখিদের উপরে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেরকারণে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তাঁদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। আপাতত চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপাখিদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে আরও সংক্রমণ ছড়িয়ে পড়বে বলে জানানো হয়েছে। এমনকী চিড়িয়াখানায় কোনও পশু-পাখি মরলে তার ময়নাতদন্ত যেন যথাযথ করোনা বিধি মেনে করা হয়।
গতবছর করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছিল আমেরিকার একটি চিড়িয়াখানার চারটে সিংহ এবং ৩ সিংহী। যদিও পরে চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠে। এখনও করোনা ভাইরাসের সংক্রমণে কোনও পশুপাখি মারা যায়নি। করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।