পর পর ৫ দিন মৃত্যুর সেঞ্চুরি, বাংলায় দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজার ছুঁই ছুঁই

পর পর ৫ দিন ১০০ পোরিয়ে গেল করোনায় মৃতের সংখ্যা। শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজার ছুঁই ছুঁই। ভয়াবহ করোনার ঢেউ আছড়ে পড়তেই প্রতিদিনই রেকর্ড ভেঙে বাড়ছে করোনা সংক্রমণ। খানিক স্বস্তি দিয়ে সমানে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৪৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৯ লক্ষ ৫৪ হাজার ২৮২ জন। এদিন ১৯৪৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২২০৩। এদিন মৃত্যু হয়েছে ১২৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৯ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ২৫ হাজার ১৬৪ জন। এদিন ১০৬৬ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৪৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮২৪৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৮ লক্ষ ৩৬ হাজার ৩৫১ জন। সুস্থতার রেট হয়েছে ৮৫.৮৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৫ হাজার ৬৪৬ জনের। ১১৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২১১৭৪। এদিন টেস্টিং হয়েছে ৬৩৩৭৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৯৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২২২৯১৭। এদিন ৩৯৬১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২০৯৩৩৮। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৮২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯৬২ জন বেড়ে হয়েছে ৬০১৫২। হাওড়ায় আক্রান্ত ৫৯১০০। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯৬ জন। হুগলিতে ৯৪৭ জন বেড়ে আক্রান্ত ৪৮৯৩৭ জন।