স্টাফ রিপোর্টার, কলকাতা : শুক্রবার বৃষ্টি হয়নি। আর তার পর থেকেই বাড়ল কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের উপরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ সর্বনিম্ন ৩৭ শতাংশ। বৃষ্টি হয়নি।
গত পাঁচ দিন বৃষ্টির জেরে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম ছিল। তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৬ সর্বনিম্ন ৫৬ শতাংশ। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৫ সর্বনিম্ন ৫২ শতাংশ।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১ সর্বনিম্ন ৬৭ শতাংশ। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২.৫ মিলিমিটার।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ সর্বনিম্ন ৪২ শতাংশ। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৪.৭ মিলিমিটার।
এদিকে রাজ্যে আরও দিন চারেক বৃষ্টির আবহ জারি থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে ৬ তারিখ বৃষ্টি হয়েছে। দিয়েছে ঝড়ো হাওয়া। কলকাতাতেও জারি ছিল এমন আবহাওয়া। এবার এমনই আবহাওয়া আরও চার দিন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে সোমবার। অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দিনে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলছে হাওয়া অফিসের তরফে। এর কারন কী? হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সেই কারণেই ফের রাজ্যে ঝড়বৃষ্টি তৈরী হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির জেরে ফের নিয়ন্ত্রণে আসবে রাজ্যের তাপমাত্রা।
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং, কার্শিয়াল, কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.