নয়াদিল্লি: দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। এরফলে হাসপাতাল ও ডিসপেনসারিগুলিতে COVID-19 রোগীর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে আয়কর বিভাগের একটি নিয়ম চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠছিল। এই বাঁধা দূর করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। হাসপাতাল এবং নার্সিং হোমগুলোকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২ লক্ষ এবং আরও বেশি নগদ অর্থ গ্রহণের অনুমতি দিয়েছে।সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes) এই সিদ্ধান্ত জনিয়েছে। করোনা রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীর পরিবারের সদস্যরা যে সমস্যার মুখোমুখি হচ্ছে, তা দূর করতে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ। নিয়ম অনুযায়ী একক লেনদেনের ক্ষেত্রে একদিনে কোনো ব্যক্তির থেকে ২ লক্ষ বা তার বেশি নেওয়া যায় না। এবার সেই নিয়মে শিথিল করল কেন্দ্রীয় সরকার( Central Govt)
। ৩১ মে পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes) জানিয়েছে, সরকার করোনার মহামারীতে চিকিৎসা করা হাসপাতাল, ডিসপেনসারি এবং কোভিড কেয়ার সেন্টারগুলোকে রোগীর বা তাদের পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকার বেশি নগদ অর্থ গ্রহণের অনুমতি দিয়েছে। তবে এই ছাড়টি ৩১ মে পর্যন্ত প্রযোজ্য হবে। তবে সুবিধা পেতে হলে করোনা রোগী বা তার পরিবারের কোনো সদস্যের আধার কার্ডের (Aadhar card) অনুলিপি জমা দিতে হবে। এবং অবশ্যই আধার কার্ডটি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবারের থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা কম। শুক্রবার ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন আক্রান্ত হয়েছিলেন। নতুন রেকর্ড তৈরি হয়েছিল। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এই প্রথম দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজার টপকালো। শুক্রবার ৩ হাজার ৯১৫ জন করোনার বলি হয়েছিলেন। মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি কমেছে দৈনিক সুস্থতার হার।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.