অতিমারীতে থমকে যাওয়া আইপিএলের সেরা তিন বিদেশি ক্রিকেটার কারা? কী বলছে পরিসংখ্যান

করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএলের শেষ অংশ ফের কবে অনুষ্ঠিত হবে তা এথনও ঠিক করে উঠতে পারেনি বিসিসিআই। যথন এবং যেখানেই হোক টুর্নামেন্ট, সেখানে আবারও কিছু ঝকঝকে পারফরম্যান্স দেখা যাবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক থমতে থাকা টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে এগিয়ে রয়েছেন কোন তিন বিদেশি ক্রিকেটার।

ফ্যাফ দু প্লেসি

আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে সাত ম্যাচ খেলে ৩২০ রান করেছেন ফ্যাফ দু প্লেসি। চারটি অর্ধশতরান করা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৫। টুর্নামেন্টে ২৯টি চার ও ১৩টি ছক্কা এসেছে ফ্যাফের ব্যাট থেকে। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তিনি তৃতীয় স্থানে অবস্থান করছেন।

ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

ক্রিস মরিস

আইপিএল ২০২১-এর জন্য ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের ইতিহাসে এত দামে অন্য কোনও ক্রিকেটারকে কেনেনি কোনও দল। সে অনুযায়ী পারফরম্যান্স করেছেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার। থমকে যাওয়া আইপিএলে সাতটি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন ক্রিস মরিস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ৩৬ রানের অপরাজিত ও ম্যাচ জেতানো ইনিংস ভুলবেন না ক্রিকেট প্রেমীরা।

ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

মইন আলি

ইংল্যান্ডের অল রাউন্ডার মইন আলিকে সাত কোটি টাকা দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। তার সম্মান রেখেন অভিজ্ঞ ক্রিকেটার। করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে ৬টি ম্যাচ খেলে ২০৬ রান করেছেন মইন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত রান দিয়ে ৩ উইকেট নিয়ে গেম চেঞ্জারও হয়েছিলেন ইংল্যান্ডের অল রাউন্ডার।

ছবি সৌজন্যে : পিটিআই

আইপিএল আয়োজনের মরিয়া চেষ্টা

স্থগিত হয়ে যাওয়া আইপিএলে এ পর্যন্ত মোট ২৯টি ম্যাচ খেলা হয়েছে। বাকি ৩১টি ম্যাচ চলতি বছর আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে বিসিসিআইয়ের তরফে সরাসরি কিছু জানানো হয়নি। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের অভাস, টি২০ বিশ্বকাপের আগেই অবশিষ্ট ম্যাচগুলি শেষ করার প্রচেষ্টা হবে। উল্লেখ্য আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা টি২০ বিশ্বকাপ। তার আগে অর্থাৎ সেপ্টেম্বরে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি আয়োজন করার চেষ্টা চালানো হচ্ছে বলে বিসিসিআই সূত্রে খবর।

ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল