ঋষভ পন্থের আর্থিক সাহায্য
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দেশের পাশে দাঁড়ালেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। অক্সিজেন ও কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ অধিনায়ক। এই কঠিন সময় দেশের প্রতিটি নাগরিকের সুস্থতা কামনা করেছেন ঋষভ।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল
— Rishabh Pant (@RishabhPant17) May 8, 2021 |
পন্থের টুইট ভাইরাল
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়েছেন ঋষভ পন্থ। যেখানে তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিজের অনুদান স্বেচ্ছাসেবী সংস্থা হেমকুন্ত ফাউন্ডেশনকে দেওয়ার কথা জানিয়েছেন। এ যুদ্ধে সামর্থ্য অনুযায়ী দেশের সব নাগরিককে সামিল হওয়ার আবেদনও জানিয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে এককাট্টা হওয়ার আবেদন জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঋষভের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
ভারতের পাশে দাঁড়ানো ক্রিকেটাররা
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ-তে লন্ডভন্ড হয়ে যাওয়া দেশের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। দুই তারকা ভারত সরকারকে ২ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন। কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে একটি ত্রাণ তহবিলও গঠন করেছেন বিরুষ্কা। প্রথম ২৪ ঘণ্টায় সেই তহবিলে প্রায় চার কোটি টাকা জমা পড়েছে। কোভিড ১৯ যুদ্ধে দেশের পাশে দাঁড়িয়েছেন সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জয়দেব উনাদকাট, শ্রীবৎস গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লার মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। দুঃসময়ে ভারতকে আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ব্রেট লি-র মতো রথীরা। ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল
ভারতে করোনা ভাইরাসের প্রভাব
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। একদিন প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। যা এক রেকর্ড। সবমিলিয়ে দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৯ লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল প্রশাসনের চিন্তা বাড়িয়েছে দেশে অক্সিজেনের ঘাটতি। পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে আনা হচ্ছে অক্সিজেন কনসেনট্রেটর।