স্টাফ রিপোর্টার, কলকাতা: করোনা পরিস্থিতিতে রাজ্যের সমস্ত শপিং মল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে মমতার সরকার৷ কিন্তু নিউ মার্কেটকে মলের আওতা থেকে বাদ দিল কলকাতা পুরসভা। শনিবার বিকেল ৫টা থেকে খুলে গেল নিউ মার্কেট। এদিন থেকে আংশিক লকডাউনের নিয়ম মেনে নিউ মার্কেট খোলা থাকবে। ঈদের বেচাকেনার জন্য এই সিদ্ধান্ত বলে পুরসভা সূত্রে খবর৷
আরও পড়ুন: সন্তানকে কি স্তন্যপান করাতে পারবেন করোনা আক্রান্ত মা? কী বলছেন চিকিৎসকরা
করোনা সংক্রমণ রুখতে ৩০ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, রেস্তোরাঁ বন্ধ রাখারস সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ফলে ১ মে থেকে অন্যান্য শপিং মলের মতোই বন্ধ হয়ে যায় নিউ মার্কেট৷ শনিবার বিকেল পাঁচটায় মার্কেট খোলা হল মার্কেট ৷ এদিন বিকেলে নিউ মার্কেটে গিয়ে পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোনও মার্কেট শপিং মল বিভাগে পড়ছে না।
আরও পড়ুন: গরম জল পান করলে কি করোনা থেকে বাঁচা সম্ভব! কি বলছে স্বাস্থ্য মন্ত্রক
তৃতীয় বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পরই কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড ফের সচল হয়েছে। দায়িত্ব ফিরে পেয়েই করোনা সংক্রমণের মোকাবিলায় নেমেছেন প্রাক্তন মেয়র। এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পুরসভার ব্যবস্থায় বাড়িতে বসেই বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ মিলবে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। শনিবার সংবাদমাধ্যমের উপস্থিতিতেই একটি হেল্পলাইন নম্বর চালু করেন ফিরহাদ হাকিম। যাঁরা করোনা পরীক্ষা করাতে চান তাঁদের পুরসভার আধিকারিক অমিতাভ চক্রবর্তীকে জানাতে হবে। ৯৮৩১০৩৬৫৭২ নম্বরে ফোন করে নাম, ঠিকানা জানাতে হবে। এর পরেই পুরসভার কর্মীরা নমুনা সংগ্রহ করতে যাবেন। এর জন্য কোনও খরচ করতে হবে না।
আরও পড়ুন: করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকারের অনুমতি দেওয়া হল পরিবারকে
এদিকে, রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৩৬জন, মৃত্যু হয়েছে ১২৭ জনের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.