করোনা সংক্রমণে কলকাতাকে টেক্কা উত্তর ২৪ পরগনার, জেলার দৈনিক বৃদ্ধি একনজরে

কলকাতাকে টেক্কা দিয়ে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যায় শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ প্রায় চার হাজারের কাছে। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ সবথেকে বেশি। বাংলায় দৈনিক মৃতের সংখ্যাতেও কলকাতাকে পেরিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা।

বাংলায় ভয়াবহ করোনার ঢেউ! রেকর্ড সংক্রমণের সঙ্গে মৃত্যু বাড়ছে উদ্বেগজনক হারে

Positive Story : করোনা প্রতিরোধে কাঁচা হলুদ, নিমপাতার গুঁড়ো এবার বাড়িতে পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। বাংলায় ১৯২১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯১৫। উত্তর ২৪ পরগনায় ৩৯৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৬১৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৯৭০।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২১৮৯৫৬। শুধু এদিনই কলকাতায় ৩৯১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৬১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৮৯১৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬১৭৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯৮৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২০৫৩৫৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন। মৃত্যু হয়েছে মোট ২৯৭০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৭৮৮৭৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৫১১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯৬৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৭০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৯১৯০। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৫৭৯০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৩৪ জন। হুগলিতে ৯৯২ জন বেড়ে আক্রান্ত ৪৭৯৯০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৬৭ জন, কোচবিহারে ২৭২ জন, দার্জিলিংয়ে ৬৪১ জন, কালিম্পংয়ে ২৫ জন, জলপাইগুড়িতে ৩৮৯ জন, উত্তর দিনাজপুরে ৩২১ জন, দক্ষিণ দিনাজপুরে ৩০১ জন, মালদহে ৪৫৯ জন, মুর্শিদাবাদে ৪০৬ জন, নদিয়ায় ৮৭৫ জন, বীরভূমে ৮২৭ জন, পুরুলিয়ায় ২৯৫ জন, বাঁকুড়ায় ৩৮৭ জন, ঝাড়গ্রামে ১২৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৬৫৩ জন, পূর্ব মেদিনীপুরে ৬৯২ জন, পূর্ব বর্ধমানে ৮০২ জন, পশ্চিম বর্ধমানে ৮৯২ জন মোট আক্রান্ত হয়েছেন।