সম্প্রতি চাইনায় Oppo সংস্থা তাদের Smart TV K9 সিরিজের তিনটি স্মার্টটিভি লঞ্চ করেছে। এই সংস্থা ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, এবং ৪৩ ইঞ্চি মাপের তিনটি টিভি প্রকাশ করেছে।
৬৫ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি স্মার্টটিভিটে রয়েছে একটি LCD panels এবং 4K resolution ব্যবস্থা। অন্যদিকে ৪৩ ইঞ্চি স্মার্টটিভিতে রয়েছে একটি full-HD ডিসপ্লে।
সংস্থার প্রতিটা টিভিতে থাকছে ৬০ হার্জ রিফ্রেস রেটের সঙ্গে একটি ব্লু লাইট মোড। এর পাশাপাশি Oppo Smart TV K9 সিরিজের স্মার্টটিভি মিলবে কালো রঙে এবং সমর্থন করবে HDR10+।
তিনটে সিরিজে থাকবে ২ জিবি র্যাম এবং quad core processor এর ব্যবস্থা।
চীনে Oppo Smart TV K9 এর ৬৫ ইঞ্চির দাম রাখা হয়েছে CNY 3,999, যার ভারতীয় দাম প্রায় ৪৫,৬০০ টাকা, ৫৫ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে CNY 2,799, যার ভারতীয় মূল্য প্রায় ৩২,০০০ টাকা, এবং ৪৩ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে CNY 1,999, যার ভারতীয় মূল্য প্রায় ২২,৮০০ টাকা।
তবে সংস্থার তরফে জানানো হয়েছে সীমিত সময়ের অফারে গ্রাহকদের ৬৫ ইঞ্চির টিভিটি মিলবে CNY 3,299( ৩৭,৭০০ টাকা), ৫৫ ইঞ্চি মডেলের টিভিটি মিলবে CNY 1,999 ( ২২,৮০০ টাকা), এবং ৪৩ ইঞ্চি মডেলের টিভিটি মিলবে CNY 1,799 ( ২০,৫০০ টাকা)। আগামী ১১ মে থেকে চীনের বাজারে বিক্রি প্রক্রিয়া শুরু করা হবে Oppo Smart TV K9 সিরিজের।
আসন্ন Oppo Smart TV K9 ৬৫ ইঞ্চির এবং ৫৫ ইঞ্চির মডেলে গ্রাহকদের মিলবে একটি 4K (3,840×2,160 pixels) ডিসপ্লে সঙ্গে ৬০ হার্জ রিফ্রেস রেট, ৯৩ শতাংশ DCI-P3 এবং ৩০০ নিট টিপিক্যাল ব্রাইটনেসের ব্যবস্থা। অন্যদিকে সংস্থার ৪৩ ইঞ্চি মডেলের টিভিতে থাকবে একটি full-HD (1,920×1,080 pixels) ডিসপ্লে, যার সঙ্গে মিলবে ৬০ হার্জ রিফ্রেস রেট এবং ২৩০ টিপিক্যাল ব্রাইটনেস।
এছাড়া Oppo Smart TV K9 ৬৫ ইঞ্চি সমর্থন করবে 60Hz MEMC dynamic compensation, যা সংস্থার অন্যদুটি মডেলে মিলবে না। তিনটে সিরিজ সমর্থন করবে HDR10, HDR10+, এবং HLG পরিষেবাকে।
শব্দের ক্ষেত্রে, the Oppo Smart TV K9 ৬৫ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেলে থাকবে দুটি 30W output এর জন্য 15W স্পিকার এবং Dolby Audio সমর্থন। অন্যদিকে ৪৩ ইঞ্চি মডেলে রয়েছে Dolby Audio সমর্থন এবং 20W sound output এর জন্য দুটি 10W স্পিকার।
হুডের নিচে রয়েছে একটি quad core MediaTek MT9652 SoC এবং G52 MC1 GPU পরিষেবা। ২ জিবি র্যামের সঙ্গে ৬৫ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেলে স্টোরেজের জন্য থাকবে ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ এবং ৪৩ ইঞ্চি মডেলে থাকবে ৮ জিবি স্টোরেজ। পাশাপাশি সংস্থার Smart TV K9 সিরিজের প্রতিটা টিভি চলবে ColorOS TV2.0 ভিত্তিতে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.