নির্বাচনী প্রতিশ্রুতি রাখতেই মনোনিবেশ ডিএমকে-র
এদিকে নির্বাচন পূর্ববর্তী ভোটের প্রচারে ডিএমের প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল, কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষকে আর্থিক সহযোগিতা। এবার শপথ গ্রহণের পরেই একাধিক ঘোষণা ডিএমকে প্রধান বুঝিয়ে দিলেন সে কথা ভোলেনি তিনি। স্ট্যালিন দাবি করেছিলেন তারা তামিলনাড়ুতে ক্ষমতায় এলে কোভিড পরিস্থিতিতে দুর্দশায় পড়া ‘রাইস কার্ড'ধারী প্রত্যেকের জন্য ৪,০০০ টাকা করে বরাদ্দ করবে।
বড়সড় কোভিড সহায়তার প্রতিশ্রুতি
শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই স্ট্যালিন ওই আর্থিক সহযোগিতার প্রথম কিস্তি বাবদ ২,০০০ টাকার আর্থিক সহযোগিতার প্রস্তাবে অনুমোদন দেন। আগামী ৩ জুন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মদিনে ওই টাকা যোগ্য প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, এই প্রস্তাবে সই করার ফলে রাজ্যের ২.০৭ কোটি কার্ডধারী পরিবারের জন্য ৪.১৫৩.৩৯ কোটি টাকা খরচ করতে চলেছে সরকার।
আর কোন কোন জনদরদী প্রকল্পের সূচনা করলেন স্ট্যালিন ?
অন্যদিকে কোভিড সহায়তা ছাড়াও মহিলাদের নিখরচায় যাতায়াতের সুবিধাও চালু হয়ে যাচ্ছে তামিলনাড়ুতে। এর জন্য ১,২০০ কোটি টাকা ব্যয় করা হবে সরকারি কোষাগার থেকে। অন্যদিকে কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবায় বাড়তি গুরুত্ব দিচ্ছে স্ট্যালিন সরকার। রাজ্যের নিজস্ব স্বাস্থ্য বিমাও চালু হচ্ছে। এই প্রকল্পের আওতাতেই সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও করোনা রোগীরা চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে।
কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ‘নাক গলাবে' না সুপ্রিম কোর্ট, বল গড়াল দিল্লি হাইকোর্টে
প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা
অন্যদিকে ১৯৬৭ সালের পর থেকে এই নিয়ে ষষ্ঠবার ডিএমকে-র কেউ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসল। প্রথম বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা সি এন আন্নাদুরাই। এদিকে শুক্রবার স্ট্যালিনের সঙ্গে শপথ নেন আরও ৩০ জন মন্ত্রী। কোভিডি বিধি মেনে এদিনের অনুষ্ঠানে ৩০০ জনেরও কম অতিথি উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই টুইট বার্তায় স্ট্যালিনকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।