মেষ: যেহেতু আপনি খুব একগুঁয়ে তাই পারিবারিক ঝগড়া হতে পারে। কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত।
চলতি সপ্তাহে ভালো খবর পাবেন। মানসিক স্বস্তি নষ্ট হতে পারে।
বৃষ: শিল্পচর্চা ও ব্যবসায় উন্নতি। সাফল্যের শীর্ষে থাকবেন।
আয়ের ক্ষেত্র প্রসারিত হওয়ার সুযোগ আসছে। কল্যাণমূলক কাজে পরিচিতি বাড়বে। কাজের প্রতি পূর্ণ আস্থাশীল থাকতে হবে।
মিথুন: সপ্তাহ শুভ কাটবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কর্মক্ষেত্রে উন্নতি।
বিনিয়োগ শুভ হবে। দীর্ঘদিনের কোনো সমস্যা সমাধানের পথ হঠাৎ করেই আপনি উদ্ধার করতে পারবেন।
কর্কট: চলতি সপ্তাহে কর্কট বেশির ভাগই আনন্দের মধ্য দিয়ে দিন কাটাবেন। বন্ধুর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা।
ভ্রমণ যোগ রয়েছে।
সিংহ: সপ্তাহ আনন্দে কাটবে। নতুন আর্থিক রোজগারের পথ খুলবে।
সন্তানের শিক্ষা যোগ ভালো। কাজের চাপ থাকবে। কাজের দিক দিয়ে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না।
কন্যা: সপ্তাহটি জুড়ে থাকবে শান্তির বাতাস। সামাজিক কাজে উন্নতি হবে।
ধার্মিক অনুষ্ঠানে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। হারানো কিছু সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা। নিজের বুদ্ধিবলে কাজে করবেন।
তুলা: চলতি সপ্তাহে তুলা মিশ্র সময় কাটাবে। দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে।
বন্ধুর সঙ্গে ঝগড়া হতে পারে। প্রত্যাশা পূরণে অভিজ্ঞ কারুর সাহায্য পাবেন।
বৃশ্চিক: চলতি সপ্তাহে তাঁদের আর্থিক সমস্যা থাকবে। ব্যবসায়ীদের ব্যবসার শুভ পরিবর্তন হবে। কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে।
ধনু: উচ্চপদস্থ কর্তাদের দ্বারা প্রশংসিত হওয়ার সম্ভাবনা। মানসিক চাপ থাকবে কাজে।
সন্তানের পড়ার জন্যে ব্যয় করতে হতে পারে বেশি।
মকর: মকরের জন্য সপ্তাহটি দৈহিক ও মানসিক দুই দিক দিয়েই ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে সময় ব্যাল কাটবে।
পারিবারিক বিবাদে জড়াবেন না। নিজে প্রাণভরে হাসতে পারবেন।
কুম্ভ: চলতি সপ্তাহে কুম্ভর জয়জয়কার হওয়ার কথা। বিদেশ থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। কাজকর্মে পরিশ্রম বাড়বে।
মীন: আপনার দিন ভালো কাটবে। তবে মানসিকভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।
গৃহে অতিথি যোগ রয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.