ক্রীড়াবিদ হোক বা রাজনীতিবিদ, অভিনেতা হোক বা সাহিত্যিক, করোনার কামড় থেকে রেহাই পাচ্ছে না কেউই। এদিকে দিন যত গড়াচ্ছে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে উত্তরপ্রদেশের। করোনার থাবায় একের পর এক চিরবিদায়ের পথে হারিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সতীর্থরা। মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন একের পর এক বিধায়ক।
শুক্রবারই করোনা সংক্রমণের কারণে মারা গেলেন উত্তরপ্রদেশের বিজেপির বিধায়ক ডাল বাহাদুর কোরি। আজ সকালেই মারা যান তিনি। যার ফলে নতুন করে উদ্বেগ বেড়েছে রাজনৈতিক মহলে। এদিকে এই নিয়ে উত্তরপ্রদেশে করোনায় বিজেপি বিধায়কদের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪। এদিকে ২০১৭ সালেই বিজেপির টিকিটে সালোন কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েন ডাল বাহাদুর। এমনকী প্রায় ১৬ হাজারেরে বেশি ভোটে ডাল বাহাদুরের কাছে পরাজিত হন কংগ্রেস প্রার্থী সুরেশ চৌধুরী।
অসুস্থ সন্ধ্যা রায়, শরীরে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালে, রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে
তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৪ সালেই প্রথম নির্বাচনী জয়ের স্বাদ পান ডাল বাহাদুর। এদিকে তাঁর প্রয়াণে ইতিমধ্যেই গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকের ছায়া নেমে এসেছে পদ্ম শিবিরেও। এদিকে ডাল বাহাদুরের আগে কিছু দিন আগেই করোনার কারণে আরও তিন বিধায়ককে হারিয়েছে উত্তরপ্রদেশ বিজেপি। তালিকায় রয়েছেন রমেশ দিওয়াকার (আড়াইয়া), সুরেশ শ্রীবাস্তব (লখনউ পশ্চিম) এবং কেশার সিং গ্যাঙ্গওয়ার (নবাবগঞ্জ)।