একক ভ্যাকসিন নীতি-বিনামূল্যে করোনা টিকার দাবি! মোদী সরকারের উপর চাপ বাড়িয়ে সুপ্রিম কোর্টে মমতা

গোটা দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। দেশজুড়ে দৈণিক প্রায় সাড়ে ৪ লক্ষ্যেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে পরিস্থিতি।

চিকিৎসকদের একাংশের মতে, জুন-জুলাই মাসে তৃতীয় ওয়েভ আছড়ে পড়তে পারে। এই অবস্থায় এখনই দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়া উচিত বলে মত চিকিৎসকদের একাংশের। এই অবস্থায় কেন্দ্রের উপর চাপ বাড়াল রাজ্য সরকার।

একক ভ্যাকসিন নীতি ও বিনামূল্যে করোনা টিকার দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিপুল ভোটে জপ্য পাওয়ার পরেই গোটা দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিতে সুর চড়িয়েছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনর পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।

এই অবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে মামলা ঠুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি, দেশজুড়ে টিকাকরণের জন্য অভিন্ন নীতি নেওয়া প্রয়োজন কেন্দ্রীয় সরকারের।

ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

রাজ্য সরকারগুলিকে ভিন্ন দামে ভ্যাকসিন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দুই প্রস্তুতকারী সংস্থা। সেরাম জানিয়েছে, তারা ৩০০ টাকা করে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড বিক্রি করবে। ভারত বায়োটেকের প্রতি ডোজ কোভ্যাক্সিন ৪০০ টাকা করে নেওয়া হবে বলা হয়েছে।

যদিও কেন্দ্রকে ১৫০টাকা করেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছেন সংস্থাগুলি। আর এখানেই আপত্তি রাজ্যের। দাম নিয়ে এর আগে যদিও মোদী সরকারকে চিঠি দিয়েছে মমতা। এমনকি সুর চড়িয়েছেন সোনিয়া গান্ধীও। এবার সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের দাবি, ভ্যাকসিনের দামে কেন এমন বৈষম্য।

এই টাকা নেওয়া যাবে না বলেই আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারকে এমন অভিন্ন নীতি নিতে হবে যাতে রাজ্যগুলি ফ্রি-তে ভ্যাকসিন পায় এবং রাজ্যের মানুষকে বিনামূল্যে তা দিতে পারে। একই সঙ্গে এই আবেদন করা হয়েছে।

সূত্রের খবর, রাজ্য সরকার নিজের পিটিশনে জানিয়েছে, কেন্দ্রকে অবিলম্বে ভ্যাকসিন সরবরাহের জন্য এবং রাজ্যগুলিতে তা বিনামূল্যে বিতরণ নিশ্চিত করার স্বার্থে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দামের ক্ষেত্রে যে বৈষম্য দেখতে পাওয়া যাচ্ছে সেই নীতিও কেন্দ্রকে ছেঁটে ফেলতে হবে বলে আবেদন জানিয়েছে রাজ্য।

সূত্রের খবর, আগামী সোমবার ভ্যাকসিন সংক্রান্ত মামলা উঠবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। অন্যদিকে। আজ আজ শুক্রবারই রাজ্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী কয়েকদিনে এ রাজ্যে অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়বে। চিঠিতে সেই বিষয়টি উল্লেখ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেসময় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ৪৭০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। আগামী ৭-৮ দিনের মধ্যে তার চাহিদা পৌঁছতে পারে ৫৫০ মেট্রিক টনে। তাই সেই বাড়তি অক্সিজেন সরবরাহ করতে হবে কেন্দ্রকেই। চিঠিতে এমনই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একদিকে অক্সিজেন চেয়ে কেন্দ্রকে চাপ অন্যদিকে আদালতে বিনামূল্যে ভ্যাকসিন চেয়ে মামলা। কার্যত করোনা পরিস্থিতিতে মোদী সরকারের উপর এভাবেই চাপ বাড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।