শপথ পাঠ
এদিন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের উপস্থিতিতে তামিলনাড়ুর রাজভবে শপথবাক্য পাঠ করেন এমকে স্ট্যালিন। গতকালই তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করে শপথ পাঠের জন্য আমন্ত্রণ জানান তামিলভূমের রাজ্যপাল।
করুণানিধির পরিবার ও স্ট্যালিন
প্রসঙ্গত, ভারতের বুকে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক পরিবারের মধ্যে দাক্ষিণাত্যের করুণানিধির পরিবার অন্যতম। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি সেরাজ্যে ৫ বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর ছেলে এম কে স্ট্যালিন এবার তামিলভূমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। করুণানিধির তৃতীয় সন্তান স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনও তামিলভূমের নামী রাজনৈতিক তারকা।
তামিল চলচ্চিত্র ও উদয়নিধি
মূলত, করুণানিধির পরিবারের অন্যতম সুপারস্টার উদয়নিধি । তিনি রাজনৈতিক জীবন শুরুর আগে তামিলভূমের চলচ্চিত্র জগতের তারকা ছিলেন। পরবর্তীকালে চিপক থিরুভাল্লিকেনি কেন্দ্র থেকে স্ট্যালিনপুত্র উদয়নিধি স্ট্যালিন বিধায়ক। তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে বিরোধীরা বারবার করুণানিধির পরিবারের বিরুদ্ধে রাজনীতিতে পরিবারতন্ত্র ইস্যুতে সরব হন।
তকমা সরানোর চেষ্টা!
প্রসঙ্গত, ২০২১ নির্বাচনের পর তামিলনাড়ুতে যে ৩৪ জনের মন্ত্রিসভার তালিকা গঠন হয়েছে, তাতে উদয়নিধি স্ট্যালিনের নাম নেই। এই প্রেক্ষাপট থেকেই মনে করা হচ্ছে যে সম্ভবত এবার পরিবারতন্ত্রের তকমা রাতেই এমন স্টান্স ডিএমকের। ডিএমকে সূত্রের খবর তামিলভূমের ৩ টি জেলা থেকেই মন্ত্রীদের তালিকায় আনা যায়নি বহু বিধায়ককে। সেই জায়গায় উদয়নিধি স্ট্যালিনের আপাতত মন্ত্রীপদ থাকছে না বলে জানা গিয়েছে।