এসবিআইয়ের তরফে যা জানানো হয়
এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২২:১৫ মিনিট থেকে ৭ মে ব্যাঙ্কের কিছু মেইনটেনেন্সের কাজ হওয়ার কথা রয়েছে। এটি ৮ মে ১:৪৫ মিনিট পর্যন্ত চলবে। এই কাজের জেরেই আপাতত এসবিআই ব্যাঙ্কের পরিষেবা আজ খানিকটা ব্যাহত হতে পারে।
কোন কোন পরিষেবায় পড়বে আঁচ?
প্রসঙ্গত, এসবিআই নেট ব্যাঙ্কিং, ইয়োনো অ্যাপে এর প্রভাব পড়তে পারে। এছাড়াও ইউপিআইয়ের মারফৎ এসবিআই অ্যাকাউন্টের লেনদেনে এর বড় প্রভাব পড়ে পারে বলে খবর। ইয়োনো লাইট অ্যাপেও এর প্রভাব থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্মে এসবিআইয়ের যে সমস্ত লেনদেনের মাধ্যম রয়েছে তাতেই এর প্রভাব পড়তে পারে।
এসবিআই ও বিস্তারিত তথ্য
গোটা দেশে এসবিআইয়ের ৫৭,৮৮৯ টি শাখা রয়েছে এটিএমের। রয়েছে ২২ হাজার ব্যাঙ্কিং শাখা। ভারতের বৃহত্তম এই ব্যাঙ্কের, সঙ্গে ১৯ মিলিয়ন মোবাইল ব্যাঙ্কিং গ্রাহক সম্পর্কিত। ৩১ ডিসেম্বর ২০২০ সালের হিসাব অনুযায়ী এমনই তথ্য প্রকাশিত হচ্ছে। এসবিআই ইয়োনোর আপাতত ৩৪.৫ মিলিয়ন রেজিস্টার্ড গ্রাহক রয়েছে। প্রতিদিন ইয়োনোতে ৯ মিলিয়ন লগ ইন আসে।
ইয়োনো অ্যাপ ও গ্রাহক
এসবিআই ১.৫ মিলিয়ন অ্যাকাউন্ট খুলেছে ইয়োনো অ্যাপের হাত ধরে। ২০২০ ডিসেম্বরে এসবিআইয়ের হাত ধরে ইয়োনোর সেভিংস ব্যাঙ্ক গ্রাহকরা এএসবিআইয়ের ক্ষেত্রে একটি তাৎপর্যভূমিকা নিয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাঁরা ঋণের আবেদন করছেন, তাঁরা ৫ বিপিএস ছাড় পাবেন বলে জানা গিয়েছে।