উত্তর দোয়াব ও উত্তরপ্রদেশ বিজেপি
যোগী রাজ্যের উত্তর দোয়াব অঞ্চল ঘিরে পঞ্চায়েত ভোটের আগে ব্যাপক জল্পনা ছিল। কারণ এর আগেই গত ২৬ নভেম্বর থেকে কেন্দ্রীয় ৩ কৃষি আইনের বিরুদ্ধে দেশ জোড়া আন্দোলনে নামেন কৃষকরা। তার রেশ উত্তরপ্রদেশ নির্বাচনে এই উত্তর দোয়াবের বিভিন্ন এলাকায় পড়তে পারে বলে মনে করা হচ্ছিল। কারণ এই এলাকা থেকে প্রতিবাদের রেশ বেশ বাড়তে থাকে।
পশ্চিম ইউপি ও বিজেপি
গৌতমবুদ্ধ নগর সহ দিল্লি সীমান্তে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে পঞ্চায়েত ভোটে বিজেপি পিছিয়ে থাকতে পারে বলে আশঙ্কা ছিল। কারণ এখানেই কৃষক আন্দোলন জোরদার হয়েছে। তবে পঞ্চায়েত ভোটের ফলাফলে দেখা গিয়েছে, এই সমস্ত এলাকা থেকে আশাতীত ফল করেছে বিজেপি।
কিছু পরিসংখ্যান
সাহারনপুর, বুলন্দশহর, বাগপাটের মতো জায়গায় যেমন চাষাবাদ ব্যাপক হারে হয়, তেমনই এই এলাকায় বহু মানুষ কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন। এলাকায় ৫২২ টি জেলা পঞ্চায়েতের ২৩ শতাংশ গেরুয়া শিবির দখল করেছে। যেখানে ১৮ শতাংশ সমাজবাদী পার্টি ও ১৭ শতাংশ বিঅসপি দখল করেছে। নজর কেড়েছে কংগ্রেসের আসন দখল শতাংশ। কৃষক আন্দোলনের মাঝেও এই এলাকা থেকে কংগ্রেসের দখলে ২ শতাংশ আসন এসেছে। বাকিদের ঘরে গিয়েছে ৪১ শতাংশ আসন।
পার্টিগত কিছু পরিসংখ্যান ও কৃষক আন্দোলনের প্রভাব
প্রসঙ্গত, বিজেপি এই কৃষিভিত্তিক এলাকায় প্রবল কৃষক অসন্তোষের মুখে পড়েও ১১৯ টি আসন দখল করেছে। কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে যখন কৃষকরা প্রতিবাদে সরব তখন , তাঁদের পাশে ছিল একাধিক বিজেপি বিরোধী দল। সেই জায়গা থেকে সমাজবাদী পার্টি এখানে ৯৫ টি আসন দখল করেছে। বিএসপি ৮৭ টি আসন। কংগ্রেসের দখলে ৮ টি আসন মাত্র। প্রসঙ্গত, অযোধ্যা, বারণসী, মথুরার মতো বিজেপির পোক্ত গড়ে বিরোধীরা ধাক্কা দিলেও, উত্তরপ্রদেশ পঞ্চায়েত ভোটে কিছুটা চমকপ্রদভাবে একাধিক কৃষিপ্রধান জায়গা থেকে বাজিমাত করেছে বিজেপি।